নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০৭-২৪ সময়ে আয়োজিত ৯টি টি২০ বিশ্বকাপে খেলার একক রেকর্ড গড়লো রোহিত শর্মা। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জয়ের ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে ৫২ রানের ইনিংসও খেলেন রোহিত শর্মা। রোহিতের পর সাকিব আল হাসানও ৯ বিশ্বকাপে খেলার রেকর্ডের দ্বারপ্রান্তে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে খেললেই তিনিও ২০০৭-২৪ সময়ে আয়োজিত ৯টি টি২০ বিশ্বকাপে খেলার রেকর্ড গড়বেন।
নিউ ইয়র্কে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে বুমরাহ, আর্শদ্বিপ ও পান্ডেয়ার বোলিং তোপে পড়ে ১৬ ওভারে মাত্র ৯৬ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। ১৪ বলে সর্বোচ্চ ২৬ রান করেন ডেলানি। জস লিটল ১৪ ও ক্যাম্ফার ১২ রান করেন। টাকার ১০ রান করেন। পান্ডেয়া ৩, বুমরাহ ও আর্শদ্বীপ ২টি করে উইকেট শিকার করেন।
মাত্র ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৩৭ বলে ৩ ছয় ও ৪ চারে ৫২ ও রিশভ প্যান্টের ২৬ বলে ২ ছয় ও ৩ চারে ৩৬ রানের সুবাদে ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে ৮ উইকেটের জয় তুলে নেয় ভারত।
পান্ডিয়া ৩ উইকেট শিকার ও রোহিত ৫২ রানের ইনিংস খেললেও মাত্র ৬ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন জাসপ্রিত বুমরাহ।