নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার প্রকোপ কাটিয়ে মাঠে ফিরেছে ভারত ক্রিকেট দল। আর মাঠে ফিরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হয়েছে ভরাডুবি। এরপর টি-টোয়েন্টি সিরিজে ভালোভাবেই ঘুরে দাড়িয়েছে ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটিতে জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের দখলে করে নিয়েছে তারা। দলটির ওপেনার রোহিত শর্মা ও পেস বোলার জাসপ্রিত বুমরাহ এই সিরিজে খেলেননি। তাদের অনুপস্থিতিতে সিরিজ জেতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন রোহিত। এরপর তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল ভারত। অন্যদিকে টানা খেলার ধকল সেরে ওঠার জন্যই বুমরাহকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়।
কিন্তু এই দুজনের অনুপস্থিতি টের পেতে দেয়নি ভারত। দল নিয়ে তাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিততে পারায় বেশ গর্বিত বোধ করছেন বলেও জানান ভারতের এই অধিনায়ক।
ম্যাচ শেষে প্রেজেন্টেশনে কোহলি বলেন,”আমরা টি-টোয়েন্টি ক্রিকেটে দল হিসেবে দারুণ খেলেছি। আমাদের সাদা বলের দুই পরিক্ষিত ক্রিকেটার রহিত এবং বুমরাহকে ছাড়াই আমরা খেলেছি। ব্যপারটা হচ্ছে যে আমরা তাদের ছাড়াই অনেক ভালো খেলেছি। আমি এই দল নিয়ে অনেক খুশি। দল নিয়ে আমি বেশ গর্বিতও বোধ করছি।”
দ্বিতীয় ম্যাচে হারতে বসা ম্যাচটিকে বলতে গেলে একাই জিতিয়েছেন ভারতের মারকুটে ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। মিডল অর্ডারে নেমে ২২ বলে ৪৪ রানের বিদ্ধংসী এক ইনিংস খেলেছেন তিনি। অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন এই ফিনিশার। এজন্য পান্ডিয়ার প্রশংসা করতেও ভোলেননি কোহলি।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন,”সে এখন বুঝতে পারছে এটাই সঠিক সময় ফিনিশার হিসেবে নিজের ভূমিকা অব্যাহত রাখা এবং আমাদের জন্য ম্যাচ জয়ী ইনিংস খেলা। সে তাঁর পূর্ণ মনযোগ দিয়ে ক্রিকেট খেলে। সে তাঁর সম্পর্কে প্রতিযোগিতামূলক চরিত্রটা আগে থেকেই পেয়েছিলেন এবং তাঁর সর্বোচ্চ পর্যায়ে এগুলি কার্যকর করার দক্ষতা রয়েছে। তাঁর পরিকল্পনা সঠিক এবং আমি তা দেখে আনন্দিত।”