রোজ বোলের উইকেটের সুবিধা নিতে চাচ্ছেন আফগান অধিনায়ক

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

এবারের বিশ্বকাপে আফগানিস্তান ডাক-ঢোল পিটিয়ে অংশ নিলেও সফলতার দেখা পায়নি এখনও। নিজেদের ছয় ম্যাচের সব কয়টিতেই জয়শূন্য থাকতে দেখা গিয়েছে তাদের। কথার লড়াইয়ে অবশ্য প্রতি ম্যাচেই এগিয়ে ছিল খর্ব শক্তির আফগানিস্তান। আফগানরা তাদের ছয় ম্যাচের মধ্যে একমাত্র লড়াই করতে পেরেছে ভারতের বিপক্ষে তবে বিশ্বকাপের মত বড় মঞ্চে যে অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ সেটা এবার বেশ ভালোভাবেই টের পাচ্ছে আফগানরা।

সাউদাম্পটনের রজ বোলে আজ সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানরা। বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ থেকে অভিজ্ঞতা কিংবা শক্তির দিক দিয়ে পিছিয়েই রয়েছে আফগানিস্তান। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক গুলবদিন নাইব আশা দেখছেন পরিচিত উইকেটের জন্য। অর্থাৎ যে উইকেটে ভারতের বিপক্ষে খেলেছিল আফগানরা সেই উইকেটেই হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ।

নাইব বলেন, ‘হ্যাঁ, আমরা এই উইকেটেই খেলেছি। একই উইকেটে খেলা হতে যাচ্ছে। তবে ইংলিশ কন্ডিশনে ক্রিকেট খেলাটা নির্ভর করছে নির্দিষ্ট একটি দিনের উপর। আবহাওয়া নিয়ে আসলে আগাম কিছু বলা কঠিন। গতকাল (পরশু) দিনটি ভালো ছিল। মেঘলা আকাশ থাকলে আবার অন্য রকম। সব মিলিয়ে মনে হচ্ছে দুই দলের জন্যই ভালো উইকেট হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »