রেকর্ড গ‌ড়েই চ‌লে‌ছেন আবিদ আলি

শোয়েব আক্তার »

করা‌চি টে‌স্টে সেঞ্চু‌রি(১৭৪) ক‌রে অনন্য কৃ‌র্তি গড়ে‌ছেন পা‌কিস্তানী ক্রি‌কেটার আবিদ আলি। প্রথম পা‌কিস্তানী ক্রি‌কেটার হি‌সে‌বে নি‌জের প্রথম দুই টে‌স্টে সেঞ্চু‌রি করার রেকর্ড গ‌ড়ে‌ছেন তি‌নি।

এর আগে রাওয়াল‌পি‌ন্ডি টে‌স্টে অভি‌ষেক হয় তাঁর। অভি‌ষেক ও‌ডিআই’র পর অভি‌ষেক টে‌স্টে ও সেঞ্চু‌রি ক‌রেন তি‌নি। যা পুরুষ ক্রি‌কেটার হি‌সে‌বে রেকর্ড। সেই রেকর্ড এর রেষ কাট‌তে না কাট‌তেই রেকর্ড বু‌কে নি‌জের নাম আরও একবার উঠি‌য়ে নি‌লেন ৩২ বছর বয়সী ডানহা‌তি এই ব্যাটসম্যান।

করাচি টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কার বিপ‌ক্ষে শনিবার সেঞ্চুরি করেছেন আবিদ আলি।

টেস্ট ক্রি‌কে‌টের ইতিহাসে আবিদ আলি’র আগে মাত্র ৮ জন ব্যাটসম্যা‌নের এই রেকর্ড ছিল যার মধ্যে কোন পাকিস্তানী ক্রি‌কেটার ছিলেন না।

ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরির প্রথম নজির গড়েছিলেন অজি ব্যাটসম্যান বিল পন্সফোর্ড। ১৯২৪-২৫ অ্যাশেজে সিডনি ও মেলবোর্ন টে‌স্টে সেঞ্চু‌রি করেছিলেন এই গ্রেট অস্ট্রে‌লিয় ব্যাটসম্যান।

দীর্ঘ চার দশক পর আরেকটি অ্যাশেজে আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডগ ওয়াল্টার্স ১৯৬৫-৬৬ অ্যাশেজে মেলবোর্ন ও ব্রিজবেনে সেঞ্চুরি করে স্ব‌দে‌শি বিল পন্স‌ফোর্ড এর সঙ্গী হোন।

এরপর ১৯৭২ সালে ওয়েস্ট ইন্ডিজের আলভিন কালিচরন, ১৯৮৪-৮৫ মিলিয়ে ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন, ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার গ্রেগ ব্লিউয়েট, ১৯৯৬ সালে ভারতের সৌরভ গাঙ্গুলি, ২০১৩ সালে ভারতের রোহিত শর্মা ও ২০১৪ সা‌লে নিউজিল্যান্ডের জিমি নিশাম প্রথম দুই টে‌স্টে সেঞ্চু‌রি করার কৃ‌র্তি গ‌ড়েন।

এই আট ব্যাটসম্যা‌নের ম‌ধ্যে ভার‌তের আজহার উদ্দিন সবাই কে ছা‌ড়ি‌য়ে গে‌ছেন। ক্যা‌রিয়া‌রের প্রথম তিন টে‌স্টেই সেঞ্চু‌রি গড়া’র রেকর্ড র‌য়ে‌ছে তাঁর। টেস্ট ক্রি‌কে‌টের একশ বছ‌রে বে‌শি সম‌য়ের ইতিহা‌সে এ কৃ‌র্তি আর কারও নেই।

আ‌বিদ আলি’র সাম‌নে সু‌যোগ থাক‌ছে ভারতীয় এই সা‌বেক অধিনায়ক কে ছা‌ড়ি‌য়ে যাওয়ার।

প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ ১২ বছ‌রে ১০৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ হাজারের ও বে‌শি রান করার পর রাওয়াল‌পি‌ন্ডি টেস্টে অভিষেক হয় আবিদ আলি’র।

প্রথম দুই টেস্টে সেঞ্চুরি না হলেও প্রথম টে‌স্টে’র দুই ইনিং‌সে সেঞ্চুরি ক‌রে টেস্ট অভিষেক হয়েছিল আরও দুইজনের। ১৯৭২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ল‌রেন্স রো করেছিলেন ২১৪ ও অপরা‌জিত ১০০ রা‌নের ইনিংস। এরপর ২০০৩ সা‌লে বাংলা‌দেশের বিপ‌ক্ষে করা‌চি টে‌স্টে ‌নি‌জের অভি‌ষেক ম্যা‌চে পা‌কিস্তা‌নের ইয়া‌সির হা‌মিদ দুই ইনিং‌সে যথাক্র‌মে ১৭০ ও ১০৫ রান ক‌রেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »