নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভিসাকাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়া হলো না ইংল্যান্ডের। ভারতের কাছে ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। এর আগে ভারতের বিপক্ষে টেস্টে ৩৭৮ রানের টার্গেটে ব্যাট করে জয়ের রেকর্ড আছে ইংল্যান্ডের। তবে এবার আর হলো না।
৩৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৬৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। তবে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর সুবধিা করে উঠতে পারেনি ইংলিশ ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।
শেষ পর্যন্ত চা বিরতির আগে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয়। ইংল্যান্ডের জ্যাক ক্রয়েলি ৭৩ এবং বেন ফোক্স ও টম হার্টলি দুজনেই ৩৬ রান করেন। ভারতের অশ্বিন ও বুমরাহ ৩টি করে এবং মুকেশ, কুলদ্বিপ ও আক্সার সবাই ১টি করে উইকেট নেন।
নিউজক্রিকেট২৪/আরএ