নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শন টেইট নামটা আসলে সবার আগেই মনে হবে গতিময় এক তারকা পেসার। বিশ্ব ক্রিকেটে সর্বকালের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে তাকে মনে করা হয়ে থাকে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার করা সবচেয়ে দ্রুতগতির বলের গতি ছিল ঘণ্টায় ১৬১.১ কিলোমিটার।
বর্তমান সময়ে যেসকল পেসাররা বোলিং করে থাকেন তাদের মধ্যে অনেক পেসারই টেইটকে আদর্শ মানেন। শুক্রবার দেশের সুনামধন্য একটি পোর্টালের লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের কন্ডিশনে পেসারদের মনোভাবের মধ্যে পার্থক্য দেখাতে গিয়ে টেইট বলেন, ‘আমি মনে করি প্রথম পার্থক্যটা হলো কন্ডিশন। এখানকার উইকেট স্লো এবং লো থাকে। ঐতিহ্যগত ভাবেই উপমহাদেশের কন্ডিশন স্পিন সহায়ক। এই ধরনের উইকেটে আপনাকে যেভাবেই হোক ভালো জায়গায় বল ফেলতে হবে। ভালো পেস থাকলে বল লো হলেও আপনি এলবিডব্লিউ পেতে পারেন।’
আড্ডার এক পর্যায়ে বাংলাদেশের তারকা পেসার রুবেল হোসেনের উদাহরণ টেনেছেন তিনি। এ প্রসঙ্গে টেইট বলেন, ‘আপনি রুবেলকে দেখুন তার পেস বোলারদের মতো আগ্রাসী মনোভাব আছে। সে অনেক আক্রমণাত্মক এবং গতিতে বল করে। আপনার যদি সেই মনোভাবটা থাকে তাহলে গতিতে বল করতে পারবেন।’
নিউজক্রিকেট/শাওন