রুবেল হোসেনের মলিন বিশ্বকাপ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দলের পেস কান্ডারিদের মধ্যে একজন রুবেল হোসেন। ১০ বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। ২০০৯ সালে শ্রীলঙ্কার সাথে অভিষেক। তার সয়য়ে আরো‌ অনেক পেসার এসেছে খেলেছে চলে গিয়েছে কিন্তু কেউই জাতীয় দলে স্থায়ী হতে পারে নি। কিন্তু রুবেল সকলকে ছাপিয়ে ১০‌ বছর যাবৎ বাংলাদেশ দলে নিজেকে স্থায়ী করতে পেরেছেন তার গতিশীল বোলিং দিয়ে। এরই মধ্যে খেলে ফেলেছেন ৩টি বিশ্বকাপ। ২০১১, ২০১৫ ও ২০১৯ এর বিশ্বকাপ। ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে কোয়ার্টার ফাইনালে নিতে অনেক বড় অবদান রেখেছিলেন রুবেল হোসেন। ২০১৫ সালের বিশ্বকাপে রুবেল হয়ে গিয়েছিলেন জাতীয় নায়ক। কিন্তু ৪ বছর পর ২০১৯ বিশ্বকাপে রুবেল হোসেনের একাদশে সুযোগ পাওয়া দুষ্কর হয়ে ওঠে। তারপরও কিছু ম্যাচ খেলার সুযোগ পায় রুবেল হোসেন। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি।

দেখে নেয়া যাক কেমন ছিলো রুবেল হোসেন ২০১৯ বিশ্বকাপ:

ম্যাচ: ২
ইনিংস: ২
ওভার: ১৭
মেইডেন: ০
রান: ১৩১
উইকেট: ১
সেরা বোলিং ফিগার: ১/৪৮
গড়: ১৩১.০০
ইকোনমি: ৭.৭০
স্ট্রাইক রেট: ১০২.০০
৫ উইকেট: ০

বলতে গেলে এবারের বিশ্বকাপে রুবেল হোসেন একাদশে ঠাঁই পাননি। বিশেষত মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিনকে টপকে একাদশে সুযোগ পাচ্ছিলেন না রুবেল। যাও সুযোগ পেয়েছেন তা সাইফুদ্দিনের এক ম্যাচের ইনজুরির জন্য এবং আরেক ম্যাচে পেস বান্ধব উইকেটে চার পেসার খেলার জন্য। আর মাত্র একটি উইকেট প্রাপ্তি রুবেল হোসেনের সাথে মানানসই নয়। তবে যতটুকু একাদশে সুযোগ পেয়েছেন রুবেল কাজে লাগাতে পারেননি।‌ তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছেন রুবেল হোসেন। বর্তমানে বাংলাদেশ দলে পেসারদের যে প্রতিযোগিতা পরের বিশ্বকাপে‌‌ রুবেলকে দেখা নাও যেতে পারে। আর যদি রুবেল হোসেন‌ খেলতে চায় চার বছর সর্বোচ্চ প্রতিযোগিতা করেই আসতে হবে। তবে বিশ্বকাপে সুযোগ পাওয়া নয় বরং রুবেল একাদশে সুযোগ পেলে নিজেকে উজাড় করে খেলুক সকল ভক্তরা এই প্রত্যাশা করবে।

-নাসিফুল হাসান সৌমিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »