সাকিব শাওন »
১ টেস্ট ৩ ওডিআই ২ টি২০ খেলতে লম্বা সময়ের জন্য বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ইতিমধ্যে টেস্টে ইনিংস ব্যবধান এবং ৩ টি ওডিআইতেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল।
প্রথম টি-২০ তে হেসেখেলেই সহজ জয় তুলে নেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাইতো ফুরফুরে মেজাজেই কাল ২য় টি২০ খেলতে নামছে টিম টাইগার্স।
অধিনায়ক রিয়াদ চাপমুক্ত থাকতে চাইছেন, সবাইকেও চাপমুক্ত থাকার কথা বলেছেন। ড্রেসিংরুমে রিয়াদ সবার উদ্দশ্যে বলেছেন কোন চাপ ছাড়াই খেলতে এবং হোয়াইট-ওয়াশের লক্ষ্যে মাঠে নামতে।
আগামীকাল বুধবার সন্ধ্যা ৬ টায় মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সিরাজের ২য় এই টি২০ ম্যাচ শুরু হবে।