রিয়াদকে ছাড়াই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন এশিয়া কাপের দল ঘোষণার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বেধে দেয়া শেষ সময় ছিল ১২ আগস্ট। তাইতো শনিবার আর বিলম্ব করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করে বিসিবির প্রধান নির্বাচক।

দল ঘোষনায় আলোচনা কেন্দ্র বিন্দু ছিল অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হবে কিনা। শেষ পর্যন্ত তাকে ছাড়াই ঘোষণা করা হয় স্কোয়াড। তামিম ইকবালের বিকল্প হিসেবে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ পারফর্ম করা তানজিদ তামিম।

অধিনায়ক সাকিব, সহ অধিনায়ক লিটন সহ দলে আর বড় কোনো চমক নেই। আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন, শেখ মেহেদি দলে ফিরেছেন। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন। আর স্পিনার তাইজুরে পরিবর্তে ফিলছের আরেক স্পিনার নাসুম আহমেদ। এদিকে গত সিরিজে কোনা ম্যাচ না খেলেই বাদ পড়েছের ওপেনার রনি তালুকদার

মাহমুদউল্লাকে বাদ দেয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনজুল আবেদীন নান্নু জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট আর অধিনায়কের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নান্নু বলেন, ‘রিয়াদের ব্যাপারে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের। ম্যানেজমেন্টের একটা পরিকল্পনা আছে। ভালোর জন্যই সব করা হয়েছে। কোচ আছে, অধিনায়কের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »