রাশিদ খানের বোলিং রহস্য!

নিউজ ডেস্ক »

রাশিদ খান বিশ্ব ক্রিকেটে এক ত্রাসের নাম। অভিষেক হয় ২০১৫ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে। এর পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। তার বোলিং রীতিমত ব্যাটসম্যানদের বুকে কাঁপুনি ধরিয়ে দেয়। মূলত তার বোলিং অ্যাকশন তাকে একজন সম্ভাবনাপূর্ণ স্পিন তারকা হিসেবে বিশ্বক্রিকেটে জায়গা করে দিয়েছে।

সম্প্রতি ইংরেজি একটি সংবাদমাধ্যমকে রাশিদ খান নিজের বোলিংয়ের কিছু কৌশল প্রকাশ করেছেন। আর এমন কৌশন সমস্ত তরুণ স্পিনারদের জন্য অবশ্যই অনেক বড় এক পরামর্শ।

রাশিদ খান বিশ্বাস করেন লেগস্পিনের পুরোটাই হাতের কব্জি এবং আঙ্গুলের গতিবিধির উপরে নির্ভর করে থাকে। আর এটাই তার নিজের বল স্পিন করার অন্যতম রহস্য।

এ ব্যাপারে রাশিদ বলেন, ‘অন্যান্য বোলাররা বল বেশি রাখেন হাতে। কিন্তু আমি আমার হাতের মুঠোয় আমার আঙ্গুলের মাথায় রাখি বল। এর কারণে এটি আমাকে আরও বেশি গতি দেয়। আর আমি আঙ্গুলের উপর থেকে বল স্ন্যাপ করতে পারি। যতটা বল আমার হাতে ধরে রাখি ততই আমার বলের গতি কমে যায়। এটি মূলত আমাকে ভাল দৈর্ঘ্যে আরও বোলিংয়ে সহায়তা করে থাকে। আর এজন্যই আমি স্পিন করতে পারি।’

রাশিদের বোলিং স্টাইল একজন ফাস্ট বোলারের মতো। তিনি নিজেও এটা মানেন। একজন পেস বোলার যেমন আগ্রাসী ভূমিকায় উইকেটে বল আছড়ে মারেন ঠিক সেই ভঙ্গিতেই রাশিদ ব্যাটসম্যানের প্রতি বল করেন। তাঁর এমন ভূমিকাও তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন তিনি।

আফগান এই স্পিনার আরো বলেন, ‘আমার যদি দ্রুত রানআপ না হয় তাহলে আমি বলটি নিয়ে দ্রুত আসতে পারব না। যে কোনও ধীর গতি আমার বলের ছন্দ পতন করে দেবে। এটি একজন ফাস্ট বোলারের মতো যেটা বল করার সময় আপনাকে ক্রিজে গতি দেয়। এজন্যই আমি ভাল লেন্থে বল ফেলতে পারি।’

বাংলাদেশ সময়: ১১:০৫ এএম

নিউজক্রিকেট/ডিডিজি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »