https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে অপরাজিতভাবে ফাইনালে উঠে যায় বাংলাদেশের সাংসদরা। সেমি ফাইনালেও ইংল্যান্ডকে হারিয়েই ফাইনালে উঠে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারালেও ফাইনালে গিয়ে কাঙ্ক্ষিত জয়ের দেখা পাননি বাংলাদেশের সাংসদরা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংসদীয় দল সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান। জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে মাত্র ৮ ওভারেই জয় তুলে নেয়।
দশ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ইতি ঘটলেও ১৪ জুলাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি সবাই উপভোগ করবেন ব্রিটিস প্রধানমন্ত্রী থেরেসা মে’র সাথে।