রাদারফোর্ড-রাসেলের ব্যাটে হোয়াইটওয়াশ এড়াল উইন্ডিজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পার্থে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩৭ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়াল ক্যারিবিয়ানরা। ২২০ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৮৩ রানে থামিয়ে দেয় তারা। প্রথম দুই ম্যাচ জিতে তিন টি-টোয়েন্টির সিরিজটি আগেই নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া।

রাসেল ও রাদারফোর্ডের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের করা ২২০ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দলটির সর্বোচ্চ। আগের সেরা এই সিরিজের দ্বিতীয় ম্যাচে করা ২০৭ রান।

রাসেল ও রাদারফোর্ড ষষ্ঠ উইকেটে যোগ করেন ৬৭ বলে ১৩৯ রান; যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে রেকর্ড। ২০২২ সালে সিঙ্গাপুরের বিপক্ষে পাপুয়া নিউগিনির টনি উরা ও নরম্যান ভানুয়ার ১১৫ রানের জুটি আগের সর্বোচ্চ। ৭ ছক্কা ও ৪টি চারে ২৯ বলে ৭১ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচ সেরা রাসেল। পাঁচটি করে ছক্কা ও চারে ৪০ বলে ৬৭ রান করেন রাদারফোর্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »