https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টি বাধায়। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত ম্যাচ শুরুর জন্য অপেক্ষা করে ম্যাচ অফিসিয়ালরা দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ম্যাচের ফাইনাল খেলে রাত ১টা ৪০ মিনিটে ঢাকা-কাবুলের একটি ফ্লাইটে আফগান দলের পাড়ি জমানোর কথা নিজ দেশে। এক্ষেত্রে অবশ্য কিছুটা হ্যাপা সামলাতে হত তাদের। কেননা ম্যাচ শেষ করে টিম হোটেলে গিয়ে আবারও আসতে হত বিমানবন্দরে। তবে ম্যাচ না হওয়াতে হাতে কিছুটা বাড়তি সময় পেয়েছে তারা।
এদিকে আফগানিস্তান দলের ৪-৫ জন ক্রিকেটার ক্যারবিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য যেতে পারছেন না নিজ দেশে। তাই দলের বাকি সদস্যরাই ফিরে যাচ্ছেন নিজের দেশে।
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের সিরিজ শেষ করে জিম্বাবুয়েকে সাথে নিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলে তারা।