রাতে মাঠে গড়াচ্ছে লংকান প্রিমিয়ার লীগ, খেলবেন একাধিক বাংলাদেশী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আজ মাঠে গড়াচ্ছে লংকান প্রিমিয়ার লীগ-এলপিএল। বাংলাদেশ সময় রাত ৮.০০ টায় পাল্লেকেলেতে ক্যান্ডি ফ্যালকন এর মুখোমুখি হবে তাওহীদ মুস্তাফিজের দল ডাম্বুলা সিক্সার্স।

টি২০ বিশ্বকাপ থেকে দেশে ফিরেই লংকান প্রিমিয়ার লীগ (এলপিএল) খেলার জন্য ইতোমধ্যে দেশ ছেড়েছেন তাওহী হৃদয়, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

তাওহীদ হৃদয় এলপিএলে ইতোমধ্যে এক আসরে খেললেও এবারই প্রথমবারের মতো এলপিএলে খেলবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

মুস্তাফিজুর রহমান ডাম্বুলা সিক্সার্সের আইকন ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন। তাওহীদ হৃদয়ও খেলবেন মুস্তাফিজের দলে। এর আগে জাফনা কিংসের হয়ে খেলেছিলেন তাওহীদ। মুস্তাফিজ ও তাওহীদ একই দলে খেললেও তাসকিন আহমেদ খেলবেন কলম্বো স্টাইকার্স এর হয়ে।

ফ্রাঞ্চাইজি লীগের বিষয়ে মনোভাব পরিবর্তন করেছে বিসিবি। ফলে ক্রিকেটাররা এখন বিদেশী লীগে ডাক পেলে খেলার সুযোগ পাবে। মূলত আফগানিস্তানের একাধিক ক্রিকেটার নিয়মিত ফ্রাঞ্চাইজিলীগে খেলার মাধ্যমে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ সহ নিয়মিত ভালো ক্রিকেটার খেল এবং বিশেষ করে সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে আফগানরা সেমিফাইনাল খেলার পর ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তাদের অংশগ্রহণের বিষয়টি আলোচনায় আসার কারনেই বিসিবি ফ্রাঞ্চাইজি লীগ নিয়ে তাদের মনোভাব পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »