নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই তামিম ইকবালের উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় ঢাকা প্লাটুন। তবে দ্বিতীয় উইকেটে লরি ইভান্সকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন এনামুল হক বিজয়। তবে পাওয়ার প্লের শেষ ওভারের চতুর্থ বলে ফরহাদ রেজার বলে অলক কাপালির হাতে তালুবন্দি হয়ে ফেরেন লরি ইভান্স।
তৃতীয় উইকেটে জাকির আলীকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন বিজয়। তবে ৭৮ রানে জাকির আলী রান আউট হয়ে ফিরে গেলে একই ওভারের শেষ বলে ফিরে যান হার্ড হিটার থিসারা পেরেরাও।
১২তম ওভারের প্রথম বলে সেট ব্যাটসম্যান বিজয় ফিরে গেলে চাপে পরে ঢাকা প্লাটুন। এর পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষের দিকে মাশরাফি বিন মর্তুজা এবং ওহাব রিয়াজের ব্যাটে স্কোর বোর্ডে সস্মান জনক রান তোলে স্বাগতিক ঢাকা প্লাটুন। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৩৪ রান করে ঢাকা।
১৩৫ রানের ক্ষীণ এই লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীকে উড়ন্ত সূচনা এনে দেয় দুই ওপেনার লিটন ও জাজাই। লিটন ৩৯ রান করে মেহেদীর বলে ফিরে গেলেও অর্ধশত রান পূরণ করেন জাজাই। লিটন ফিরে যাওয়ার পর উইকেটে আসেন শোয়েব মালিক। জাজাই-শোয়েব মালিকের জুটি আর ভাঙতে পারেনি ঢাকার বোলাররা। ফলে ৯ উইকেটের বিশাল জয় পায় রাজশাহী রয়্যালস।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ঢাকা প্লাটুন : ১৩৪/৯ ( ওভার ২০) , আনামুল ৩৮, জাকের আলি ২১, আবু জায়েদ ২/ ৪৩
রাজশাহী রয়্যালস: ১৩৬/১ ( ওভার ১৮. ২) জাজাই ৫৬*, লিটন ৩৯, মেহেদী ১/২৩