রাজশাহী রয়েলসের কাছে বিধ্বস্ত সিলেট থান্ডার

‌শো‌য়েব আক্তার »

বঙ্গবন্ধু বাংলা‌দেশ প্রি‌মিয়ার লীগের পঞ্চম ম্যাচ এবং আজ‌কের দি‌নের প্রথম ম্যা‌চে সি‌লেট থান্ডারস‌কে ৮ উইকে‌টের বড় ব্যবধা‌নে হারি‌য়ে টানা দ্বিতীয় জয় তু‌লে নি‌লো রাজশাহী রয়্যালস।

‌সি‌লেট থান্ডার‌সের দেওয়া ৯২ রা‌নের মামু‌লি টা‌র্গেটে ব্যাট কর‌তে নে‌মে লিটন-আ‌ফি‌ফের ৬২ রা‌নের জু‌টি জ‌য়ের ভীত গ‌ড়ে দেয় রাজশাহী রয়্যালস কে।

য‌দিও বল হা‌তে সি‌লেট থান্ডারস কে ভালো শুরু এনে দেন স্পিনার নাঈম হাসান।ইনিং‌সের তৃতীয় ব‌লে কোন রান করার আগেই বিধ্বংসী হযরত উল্লাহ জাজাই কে বোল্ড ক‌রে ভা‌লো শুরু এনে দেন তি‌নি।

ত‌বে,পাল্টা আক্রম‌নে সি‌লেট থান্ডার‌সের বো‌লার‌দের লাইন-ল্যান্থ এলো‌মে‌লো ক‌রে দেন আফিফ-লিটন।

ব্যক্তিগত ৩০ রা‌নে না‌ভিনুল হ‌কের ব‌লে মোসা‌দ্দে‌কের হা‌তে ক্যাচ দি‌য়ে আউট হোন আফিফ হো‌সেন।

‌শেষ পর্যন্ত লিটন দা‌সের অপরা‌জিত ২৬ ব‌লে ৪৪ রা‌ন ও শো‌য়েব মা‌লি‌কের অপরা‌জিত ১৬ রা‌নের সুবা‌দে ৯.১ ওভার বাকি থাক‌তেই ৮ উইকে‌টের সহজ জয় তু‌লে নেয় রাজশাহী।

এরআ‌গে টস হে‌রে ব্যাট কর‌তে নে‌মে রাজশাহী রয়্যাল‌সের বোলার‌দের বো‌লিং তো‌পে প‌ড়ে ১৫.৩ ওভা‌রে মাত্র ৯১ রা‌নে অল আউট হ‌য়ে যায় সি‌লেট থান্ডারস।‌বি‌শেষ ক‌রে রাজশাহীর পেসত্রয়ী আন্দ্রে রা‌সেল,র‌বি বোপারা ও ফরহাদ রেজার কোন জবাব ছি‌লো না থান্ডার‌সের ব্যাটসম্যান‌দের কা‌ছে।সা‌থে অলক কাপালির লেগ স্পিন পূর্ণ সহায়তা প্রদান ক‌রে‌ছে পেসার‌দের।ফ‌লে মাত্র ৯১ রা‌নে ঘুটি‌য়ে যায় তারা।

শুরু থে‌কেই বোলার‌দের উপর চড়াও হ‌তে থা‌কেন সি‌লেট থান্ডার‌সের দুই উদ্ভোধনী ব্যাটসম্যান র‌ণি তালুকদার ও জনসন চার্লস।ই‌নিং‌সের প্রথম তিন ওভা‌রে দুজ‌নে মি‌লে সংগ্রহ ক‌রেন ২৯ রান।

আন্দ্রে রাসে‌লের করা চতুর্থ ওভা‌রের শেষ ব‌লে স্লোয়ার বুঝ‌তে না পে‌রে এলবি ড‌ব্লিউ এর ফাঁ‌দে প‌ড়ে আউট হোন র‌ণি।

প‌রের ওভা‌রে পঞ্চম ও ষষ্ঠ ব‌লে অলক কাপা‌লির লেগ ব্রে‌কে বোল্ড হ‌য়ে প্যা‌ভিালয়‌নের পথ ধ‌রেন জনসন চার্লস ও জীবন মে‌ন্ডিস।৪১ রা‌নে তিন উইকেট হা‌রি‌য়ে চা‌পে পড়া সি‌লেট থান্ডারস কে ভা‌লো সংগ্রহ দেওয়ার চেষ্ঠা ক‌রেন মিথুন-মোসা‌দ্দেক।ত‌বে র‌বি বোপারার করা ১১ তম ওভা‌রে ১৭ ব‌লে ২০ রান ক‌রে লং অনে জাজাই‌য়ের তালুব‌ন্দি হোন মিথ‌ুন এবং ১৩ তম ওভা‌রে উইকে‌টের পেছ‌নে লিট‌নের হা‌তে ক্যাচ দি‌য়ে সাজঘ‌রে ফে‌রেন অধিনায়ক মোসা‌দ্দেক হো‌সেন।আউট হওয়ার আগে তিনি ২১ ব‌লে ২০ রান ক‌রেন।

‌শেষ পর্যন্ত দু‌টি রান আউট ও ব্যাটসম্যান‌দের আসা যাওয়ার মি‌ছি‌লে মাত্র ৯১ রান সংগ্রহ কর‌তে পা‌রে সি‌লেট থান্ডারস।

রাজশাহী রয়্যাল‌সের প‌ক্ষে তিন ওভার বল ক‌রে অলক কাপা‌লি ১৭ রা‌নে ৩ টি,র‌বি বোপারা তিন ওভার বল ক‌রে ১০ রা‌নে ২ টি,ফরহাদ রেজা ৯ রা‌নে ২ টি ও আন্দ্রে রা‌সেল ২৫ রা‌নে ১ টি উইকেট লাভ ক‌রেন।

সং‌ক্ষিপ্ত স্কোর:‌

‌সি‌লেট থান্ডারস:৯১/৩(১৫.৩)
‌মোহাম্মদ মিথুন-২০(১৭),‌মোসা‌দ্দেক সৈকত-২০(২১)
অলক কাপা‌লি-১৭/৩(৩)

রাজশাহী রয়্যালস-৯৫/২(১০.৫)
‌লিটন দাস-৪৪(২৬),আ‌ফিফ হো‌সেন-৩০(২৫)
নাঈম হাসান-১৬/১(৩)

ফলাফল:রাজশাহী রয়্যালস ৮ উইকে‌টে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »