রশিদের সমালোচনার জবাব দিলেন ব্রড-আর্চাররা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

গতকাল (মঙ্গলবার) বিশ্বকাপের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল খর্ব শক্তির আফগানিস্তান। আফগানিস্তান যে এই ম্যাচে জয়ের দেখা পাবে না সেটা সবার কাছে ছিল সহজ অনুমান। তবে আফগান দলের জয়-পরাজয়ের চেয়ে সসবাই তাকিয়ে ছিল রশিদ খানের দিকে।

আফগান দলের অন্যতম প্রধান শক্তি রশিদ খান। বল কিংবা ব্যাট হাতে দুই বিভাগেই দলের জন্য অবদান রাখতে পারেন তিনি। শুরুতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের বিপক্ষে বল বল হাতে পাত্তা পাননি রশিদ। মাত্র ৯ ওভার বল করেই সর্বোচ্চ রান খরচ করার দিক দিয়ে দ্বিতীয় স্থানে চলে যান (যৌথভাবে)। শুধু তাই নয় স্পিন বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড এখন রশিদ খানের। এই ম্যাচে রশিদ রান বিলিয়েছেন ১১০।

বিশ্বকাপ শুরুর আগে কিছুটা ছন্দে থাকলেও সেই ছন্দ ম্লান হয়ে গেছে ইংল্যান্ডের ধূলির সাথে। রশিদ খানের ক্যারিয়ারের খারাপ দিন গিয়েছে সোমবার। তবে ক্রিকেট ভক্তরা তাকে নিয়ে করেছেন যথেষ্ট হাস্যরস। শুধু ক্রিকেট ভক্তরাই নয় আইস্ল্যান্ড ক্রিকেট দলের টুইটার অ্যাকাউন্ট থেকেও রশিদকে নিয়ে করা হয় কৌতুক।

তবে রশিদের পাশে এবার দাঁড়িয়েছেন বিশ্বের সব নামী ক্রিকেটাররা। জোফরা আর্চার, ইশ সোধি কিংবা লুক রাইটের মত ক্রিকেতারদের পাশে পাচ্ছেন তিনি। রশিদের পক্ষ নিয়ে আইসল্যান্ড ক্রিকেট বোর্ডকে এক হান নিয়েছেন এই তারকা ক্রিকেটাররা।

https://twitter.com/lukewright204/status/1140989176009187329

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »