নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান ক্রিকেট বিশ্বে প্রায় প্রতিটি দলেই একজন ভাল মানের লেগ স্পিনার রয়েছে যারা অনেক সময় কন্ডিশনের সুবিধা নিয়ে একাই ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে।তবে দুঃখের বিষয় বাংলাদেশ ক্রিকেট এখন পর্যন্ত কোন জাত লেগস্পিনারের জন্ম দিতে পারেনি।
যদিও জুবায়ের লিখন একজন লেগস্পিনার হয়ে জাতীয় দলের সবকটি ফরম্যাটেই খেলেছেন, কিন্তু প্রত্যাশা পূরনে ব্যর্থ হওয়ায় অন্যদের মতো হারিয়ে যান তিনিও।লিখন ছাড়া আপাতত বিসিবির হাতে লেগস্পিন এর ওইধরনের অপশনও নেই।লিখনকে এখনো বাতিলের খাতায় রাখেনি বিসিবি এটা বুঝা যায় যখন কিছুদিন পরপর লেগ স্পিনার অভাব বোধ করে কখনো লিখনকে নেটে, কখনো বা ক্যাম্পে কখনো দলের সঙ্গে রেখে লিখনকে তৈরির চেষ্টা করা হয়।
সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেও লিখনকে বিসিবি একাদশের হয়ে খেলানো হয়।যদিও প্রত্যাশা পূরনে এবারও ব্যর্থ তিনি। তবে প্রস্তুতি ম্যাচ শেষে তালিম নিতে অনুজ রশিদ খানের কাছে ছুটে যান লিখন। আফগান অধিনায়ক রশিদ খান এই মুহূর্তে তার লেগ স্পিন ভেলকিতে শাসন করছেন ক্রিকেট বিশ্ব।সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনারের সাথে ম্যাচ শেষে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় লিখনকে।পরে জানা যায় নিজের বোলিং নিয়ে অনুজ রশিদ খানের কাছ থেকে তালিম নিয়েছেন তিনি।রশিদও যথেষ্ট গুরুত্ব দিয়ে লিখনকে নিজের সাধ্যানুযায়ী সহযোগিতা করেছেন।