রংপুর রাইডার্সে সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) এর সপ্তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরে। আর প্লেয়ার ড্রাফট আরো দেরী। তবে এরই মধ্যে দলগুলো তাদের প্লেয়ারদের দলে ভেড়াতে শুরু করেছে। অনেক খেলোয়াড় পূর্বের দল পরিবর্তন করে নতুন দলে এসেছে। এবার সে তালিকায় যুক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০১৬ সালের বিপিএল থেকে খেলে আসছেন ঢাকা ডাইনামাইটসের হয়ে। বিপিএলের ৬ষ্ঠ আসরে সাকিবের নেতৃত্বাধীন ঢাকা ডাইনামাইটস ফাইনাল খেলেছিলো‌ চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে এবারের বিপিএলে সাকিব আল হাসানকে দেখা যাবে রংপুর রাইডার্সের হয়ে।

রংপুর রাইডার্সের হয়ে সাকিব ২০১৫ সালের বিপিএলে খেলেছিলো। তবে রংপুর রাইডার্সের নেতৃত্ব ভার সামলেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এখন মাশরাফি ও সাকিব দুই আইকন ক্রিকেটার কি একসাথে খেলবেন নাকি মাশরাফি অন্য কোনো দলে খেলবেন তা সময় বলে দিবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »