নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই দিন বিরতি দিয়ে শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথমে ম্যাচে দুপুর ২টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট পর্বের প্রথম ম্যাচে খুলনার প্রতিপক্ষ রংপুর। ঢাকা পর্বে সময়টা ভালো খারাপ মিলিয়ে কেটেছে রংপুরের। বরিশালের কাছে হেরে বিপিএল শুরু করা রংপুর দ্বিতীয় ম্যাচে সিলেটকে হারিয়ে ঘুড়ে দাড়িয়েছে। এই ম্যাচে দলের সঙ্গে আবারও যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। সাথে বাবর আজম, নিকোলাস পুরানের মতো ক্রিকেটার রয়েছেন দলে। তাইতো জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই মাঠে নামবে সোহানের দল
অন্যদিনে বিপিএলের ঢাকা পর্বটা বেশ ভালোই কেটেছে খুলনার। দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে খুলনা। এখন পর্যন্ত একমাত্র অপরাজিত রয়েছে এভিন লুইস, শাই হোপ, আফিফ হোসেন, দাসুন সানাকাদের নিয়ে গড়া খুলনা টাইগার্স। সিলেটও তারা এই ধারাবাহিকতা ধরে রেখে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটা ধরে রাখতেই মাঠে নামবে খুলনা।
দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সেন বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। এবারের বিপিএলটা মোটেও ভালো যাচ্ছে না গেলবারের রানার আপদের। ঢাকায় খেলা দুটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে মাশরাফির সিলেট। শক্তির বিচারে পিছিয়ে থাকা সিলেটের লক্ষ্য ঘরের মাঠে এবারের আসরের প্রথম জয় খুজে পাওয়া।
আর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা পর্বে প্রথম ম্যাচ হারলেও সর্বশেষ দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে দারুণ এক জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লিটন, রিজওয়ান, মুস্তাফিজরা। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা কুমিল্লা চাইবে এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা।
নিউজক্রিকেট২৪/আরএ