যেকোনো একটি বেছে নিবেন মিজবাহ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রার পর বিদায় করে দেয়া হয় হেড কোচ মিকি আর্থারকে। সেই পদে এখন পর্যন্ত কাউকে নিয়োগ দিতে না পারলেও সাময়িক সময়ের জন্য দায়িত্ব অর্পন করা হয়েছে মিজবাহ উল হকের কাছে।

আসন্ন ঘরোয়া ক্রিকেটের আসর ও টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ১৭ দিনের কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই ক্যাম্প দেখাশুনার জন্য দায়িত্বে রয়েছে মিজবাহ উল হক। ৪৫ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান নিজ দেশের হয়ে ক্রিকেটের আরও অন্যান্য পদে বহাল থাকার কারণে স্বার্থসংঘাতের ব্যাপারটি সামনে এসেছে।

এমতাবস্থায় যদি মিজবাহ তার নিজ দেশের কোচ হিসেবে আবেদন করতে চান তাহলে যেকোনো একটিকে বেছে নিতে হবে। বোর্ডের সাথে সংশ্লিষ্ট যেকোনো একতি পদ তিকিয়ে রাখতে হবে মিজবাহকে।

মিজবাহর ভাষ্য, ‘লেভেল-২ কোচিং কোর্স করেছি আমি। এখনও আবেদন করিনি (কোচ হবার জন্য)। যদি করি তাহলে ক্রিকেট কমিটির পদ ছেড়ে দিয়েই করব। কোচ আর প্রধান নির্বাচক দুইটারই প্রস্তাব পাই তাহলে যেকোনো একটার কথা চিন্তা করবো।’

‘বর্তমানে অনেক কথা ছড়াচ্ছে। তারপরও বলবো প্রধান নির্বাচক ও কোচ একজনকেই দেয়া উচিত। এটাতে সংশ্লিষ্ট ব্যক্তির দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। আর বিশ্লেষকদের কাজও অনেকটাই সহজ হয়ে যাবে।‘- বলেন মিজবাহ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »