https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে জরিমানা গুনতে হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে।
ভারতের বিপক্ষে ম্যাচে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৪ এর নিয়ম ভাঙায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে পোলার্ডকে। সাথে নামের পাশে যোগ করা হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।
ম্যাচটিতে ফিল্ডার পরিবর্তনের জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল পোলার্ডকে। সেই আদেশ অমান্য করে এক ওভার পরে ফিল্ডার পরিবর্তন করেন তিনি। ফলে মাঠের আম্পায়ারদের সাথে অসদাচরণের অভিযোগ আনেন তারা। ম্যাচ শেষে ম্যাচ রেফারির কাছে পোলার্ডের কাণ্ডের ব্যাপারে অবহিত করেন মাঠে থাকা দুই আম্পায়ার।
এদিকে পোলার্ডের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বিকার করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করায়ই মূলত শাস্তি পেতে হয়েছে পোলার্ডকে।
উল্লেখ্য, এই ম্যাচের আগের ম্যাচে অখেলোয়ারসূলভ আচরণের জন্য আইসিসির পক্ষ থেকে তিরস্কার করা হয়েছে ভারতীয় পেসার নবদ্বীপ শাইনিকে। পাশাপাশি সতর্কও করা হয়েছিল এই পেসারকে।