https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পাকিস্তান খেলেছে বাংলাদেশের বিপক্ষে। নিজেদের শেষ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে কিছুটা হাসিই ফুটেছে পাকিস্তানের ক্রিকেটারদের মুখ। কেননা শুরুটা যে বেশ ম্লান ছিল তাদের।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার শোয়েব মালিক। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার এবারের বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন সেই সুযোগ। দুই ম্যাচে কোনো রান না করেই ফিরে যাবার পর বল হাতে নিয়েছেন কেবল ১টি উইকেট।
এই বিশ্বকাপ খেলেই অবসর নিবেন সেটা মালিক জানিয়ে দিয়েছিলেন আগেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‘এর আগে আমি জানিয়েছিলাম আমি অবসরে যাচ্ছি। আজ (গতকাল) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেই আমি অবসরের ঘোষণা দিচ্ছি। এটা অনেক আগেই পরিকল্পনা করে রেখেছিলাম বিশ্বকাপ দিয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানবো। ক্রিকেটের এই ফরম্যাটটাকে ভালোবাসতাম। ছেড়ে দিয়ে খুব কষ্ট অনুভব করছি। কিন্তু নিজের পরিবারকে সময় দিতে পারবো বলে খুশি অনুভব করছি। এই ফরম্যাট ছেড়ে দেয়ায় এখন টি-২০তে বেশি মনোযোগ দিতে পারব।’
‘আমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলোকে ধন্যবাদ দিতে চাই। কেননা তারা আমাকে ২০ বছর সাহস জুগিয়ে গেছে। ড্রেসিং রুমে যাদের সাথে ওঠা-বসা ছিল সকল কোচ, সতীর্থ, স্পন্সর, গনমাধ্যম পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আমার ধন্যবাদ।’
উল্লেখ্য, আন্তর্জাতিক ওয়ানডেতে শোয়েব মালিক ২৮৭ ম্যাচে ব্যাট হাতে ৩৪.৫৬ গড়ে ৭৫৩৪ রান। ৮১.৯ স্ট্রাইক রেটে তার নামের পাশে সেঞ্চুরি ছিল ৯টি এবং ফিফটি রয়েছে ৪৪টি।
অন্যদিকে বল হাতে ২৮৭ ম্যাচে উইকেট নিয়েছেন ১৫৮টি। তার সেরা বোলিং ফিগার ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট।
ওয়ানডে থেকে অবস্র নিলেও টি-২০ খেলা চালিয়ে যাবেন মালিক।