কে এম আবু হুরায়রা »
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল৷ যার আনন্দ ছড়িয়ে গেছে সারা দেশে। দেশের চায়ের দোকান থেকে জাতীয় সংসদ কিংবা মন্ত্রীসভা সব যায়গাতেই যেন এই আলোচনাই চলছে৷ সে রেশটা ছুয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় ভক্ত শুভাকাঙ্ক্ষী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। সকালেই জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। গোটা দেশকে আনন্দে ভাসানো টাইগারদের সংবর্ধনাও দেবেন সোহরাওয়ার্দী উদ্যানে।
এর আগেও বাংলাদেশ আইসিসি ট্রফি জয়ের পর মানিক মিয়া এভিনিতে গণসংবর্ধনা দিয়েছিলো ততকালীন জাতীয় দলকে। এবারও তার ব্যাতিক্রম হবে না বলেই জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যখনই বাংলাদেশ দল ট্রফি জিতেছে, আমরা তাদের সংবর্ধনা দিয়েছি৷ আমরা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলকেও সংবর্ধনা দেবো৷’
এই জয় দীর্ঘদিনের সাধনার ফসল বলেও জানান প্রধানমন্ত্রী। কঠোর পরিশ্রমেই তারা সাফল্য এনে দিয়েছেন দেশকে। তিনি বলেন, ‘ওরা গত ৪ বছর কঠোর পরিশ্রম করেছে। বাংলাদেশ দল ৪বারের চ্যাম্পিয়নকে হারিয়েছে। তারা কঠোর পরিশ্রম করেছে। তার ফলও পেয়েছে। ওদের সাহস আছে। তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।’