‘যুবরাজের কন্ঠে ক্ষোভ’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আমরা তো সবাই জানি, যুবরাজ কতটা ভয়ংকর ব্যাটসম্যান ছিলেন। তবে এই প্রতিভাবান ব্যাটসম্যান তার ক্যারিয়ারের শেষ দিকে এসে ভোগ করতে হয়েছে না অবহেলার। ফর্ম থাকা স্বত্বেও ওয়ানডে দল থেকে বাদ পড়েন টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো এই ব্যাটসম্যান। এতে অবশ্য তিনি দমে থাকেন নি, লড়াই চালিয়ে গেছেন দলের ফেরার জন্য। তবে কিছুতেই কিছু হয় নি। আর তাইতো যুবরাজ মনে করেন, ওই সময়ে তাকে বাদ দেওয়াই যেনো নির্বাচকদের মূখ্য বিষয় ছিলো।

এক সংবাদমাধ্যমে যুবরাজ তার ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘২০১১ সালের পর আরেকটি বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ রয়েছে। টিম ম্যানেজমেন্ট কিংবা আশপাশের কারও কাছ থেকে তেমন কোনো সাহায্য পাইনি। সমর্থন পেলে হয়তো আরেকটি বিশ্বকাপে খেলতে পারতাম। তবে যতটুকুই খেলেছি, পুরোটা নিজের ওপর ভর করে; আমার কোনো গডফাদার ছিল না।’

তখন যুবরাজের ফর্ম ছিলো তুঙ্গে। চোটকে কেন্দ্র করে যুবরাজকে দল থেকে বাদ দেওয়া হয়েছিলো। যা দেখে ক্রিকেটবিশ্ব অনেকটা অবাক’ই হয়েছিলো বলা যায়। এ নিয়ে যুবরাজের ভাষ্য, ‘২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর যে আট-নয়টি ম্যাচ খেলেছিলাম সেখানে দুটিতে ম্যাচসেরা হওয়ার পর কখনো ভাবিনি দল থেকে বাদ পড়তে পারি। চোটে পড়ার পর আমাকে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতে বলা হয়েছিলো। এরপর হঠাৎ করেই আমাকে ইয়ো ইয়ো টেস্ট দিতে হলো ৩৬ বছর বয়সে। এমনকি ইয়ো ইয়ো টেস্টে পাশ করার পরও বলা হয়েছে ঘরোয়া ক্রিকেট খেলতে। আসলে তারা ভেবেছিলো, আমি ইয়ো ইয়ো টেস্টে পাশ করতে পারবো না আর তাতে আমাকে বাদ দেওয়াটা সহজ হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »