যত ভয় রাসেলকে নিয়েই

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মোট তিনবার উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। যার ইতি ঘটেছিল টাইগারদের ট্রফি জয়ের মধ্য দিয়ে। তবে ক্যারিবিয়ানদের ত্রিদেশীয়  সিরিজের দলের সাথে অনেক পার্থক্য রয়েছে বিশ্বকাপের দলে।

আইপিএলের ব্যস্ততায় ত্রিদেশীয় সিরিজে দলের বাইরে ছিলেন গেইল-রাসেলদের মত তারকারা। তাছাড়া অলরাউন্ডার আন্দ্রে রাসেল সাম্প্রতিক সময়ে রয়েছেন ফর্মের তুঙ্গে। যার প্রমাণ পাওয়া গিয়েছে আইপিএলে কলকাতার জার্সিতে এবং বিশ্বকাপের ম্যাচেও।

তাই আন্দ্রে রাসেলকে নিয়ে একটু বাড়তি সতর্ক অবস্থানেই রয়ছেন টাইগারদের কোচ স্টিভ রোডস। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হবার পর সংবাদ সম্মেলনে রোডস জানান বাংলাদেশ দলের জন্য হুমকি হতে পারেন রাসেল।

তিনি বলেন, ‘উইন্ডিজের সবচেয়ে বিপজ্জনক খেলোয়ার হচ্ছে আন্দ্রে রাসেল। ভয়ানক এক প্রতিপক্ষ সে। নিজের দিনে বোলারদের কাছে কঠিন হয়ে উঠতে পারে সে। ম্যাচকে আমাদের থেকে দূরে নিয়ে যেতে পারে সে।’

তবে উইন্ডিজের শক্তিমত্তা সম্পর্কে যে বেশ ভালো ধারনাই রয়েছে বাংলাদেশের সি কথাও জানালেন কোচ। ‘সাম্প্রতিক সময়ে আমরা তাদের বিপক্ষে খেলেছি। তারা কেমন খেলে আমরা জানি। সেইভাবেই আমরা প্রস্তুতি নিব। সাদা বলে আমরা যেভাবে খেলছি এতে আমরা সন্তুষ্ট। আমাদের ভালো ভালো খেলোয়ার আছে। তাই আমরা বেশি ভাবছি না। বরং তারা আমাদের খেলোয়ারদের নিয়ে ভাবতে পারে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »