নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। তার এই আউট নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনায় মেতেছেন ক্রিকেট বোদ্ধারা। এমন আউটের জন্য বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের কাছে আবেদন করায় তার ওপর চটেছেন অনেকেই। তবে ‘টাইমড আউট’ ইস্যুতে সাকিবের পাশে দাঁড়ালেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
এত বছর পর ‘টাইমড আউটে’র প্রয়োগ দেখে আইন প্রণয়নকারীরা গর্বিত হতেন বলে মন্তব্য করেছেন মাশরাফী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন টাইগার ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়ক।
ফেসবুক পোস্টে ম্যাশ লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসের উনিশ হাজার ছয়শ সাতান্ন তম ম্যাচে এসে প্রথম টাইম আউট। যারা এতো বছর আগে আইনটা করেছিল তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতে পারতো।’