https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের প্রথম রাউন্ডের ৪৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ভারত। লিডসে টস জিতে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরিতে ভর করে ২৬৪ রানের মাঝারী সংগ্রহ পেয়েছে লঙ্কানরা।
টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের শুরুটা খুব বেশি সুবিধা হয়নি। ইনিংসের শুরু থেকেইধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ব্যাট হাতে এদিন ব্যর্থ ছিল লঙ্কানদের টপ অর্ডার। দলীয় ৫৫ রানে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান বিদায় নিলে সেখান থেকে দলকে আলোর মুখ দেখান অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং লাহিরু থিরিমান্নে। দুইজন মিলে ১২৪ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন। ৬৮ বলে ৫৩ রান করে থিরিমান্নে বিদায় নিলেও ক্রিজে থিতু হয়ে রানের চাকা সচল রাখেন ম্যাথিউস। ইনিংসের ৪৯তম ওভারে বুমরাহর বলে রোহিতের হাতে ক্যাচ দেয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২৮ বলে ১১৩ রানের নির্ভরযোগ্য ইনিংস। শেষের দিকে দলের সংগ্রহে ২৯ রান করে কিছুটা অবদান রাখেন ধনঞ্জয়া ডি সিলভা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২৬৪ রান।