নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রায় ১০ বছর পর, পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। যাকে দিয়ে নিষিদ্ধ হয়েছিল তাকে দিয়েই শুরু হয়েছে। শ্রীলঙ্কা টিমের ওপর জঙ্গি হামলার পর নিষিদ্ধ করা হয় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। তবে তা এখন পুরনো রূপে ফিরছে। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এখন টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসছে শ্রীলঙ্কা।
টেস্ট সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে লংকারা। দলে নতুন মুখ কাসুন রাজিথা। তাছাড়া নিউজিল্যান্ডের সাথে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে থেকে কোনো ম্যাচ না খেলতে পারলে ও পাকিস্তানের বিপক্ষে আছেন দীনেশ চান্দিমাল।
তবে তাদের বোলিং বিভাগের মূল শক্তি আকিলা দানঞ্জায়া দলে নেই। কেননা সেপ্টেম্বরে অবৈধ বোলিংয়ের কারনে সকল ক্রিকেটীয় কার্যক্রম থেকে এক বছর নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। যার ফলে এখন দলের বাহিরে থাকতে হচ্ছে এ স্পিনারকে।
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াডঃ দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, কুসাল জ্যানিথ পেরেরা, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জায়া ডি সিলভা, নিরোশন ডিকভেলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলডেনিয়া, সুরেঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, ফার্নান্দো, কাসুন রাজিথা ও লক্ষণ সান্দকান।
উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি।