https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৪-০তে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। শুধু তাই নয় আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই পরিণতির পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও হেরেছে খর্ব শক্তির আফগানিস্তানের কাছে।
আন্তর্জাতিক ওয়ানডেতে টানা ১১ ম্যাচ হারের পর অবশেষে স্বস্তির জয়ে পেয়েছে আসরের হট ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষেই।
এবার একটু পেছনে তাকানো যাক। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ায় পাকিস্তানি ক্রিকেটাররা। যা পুরো ক্রিকেট বিশ্বের জন্যই বয়ে এনেছিল কলঙ্কের বার্তা। এবার সেই ফিক্সিংকেই পুনরায় সামনে আনলেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডে বসবাসকারী মুষ্ঠিযোদ্ধা আমির খান।
গত মে মাসের ২ তারিখে আমির খান টুইটারে এক ভিডিও বার্তায় বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা? আমার মতে বিশ্বকাপে অংশ নেয়া বাকি দলগুলোর মত পাকিস্তানেরও সম্ভাবনা রয়েছে। এটা সম্পূর্ণ নির্ভর করছে খেলার ড্র কীভাবে হয়েছে এবং পাকিস্তান কীভাবে ম্যাচ ফিক্সিং করে!’
এমন ভিডিও বার্তায় আমির খানের উপর বেশ চটেছেন পাকিস্তানি ক্রিকেট ভক্তরা। ফলে সামাজিক মাধ্যমে চলছে তাকে তুলোধুনো করার কাজ।