https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে ৯ ম্যাচ থেকে ইতোমধ্যে টাইগারদের নামের পাশে লিখিত হয়ে গেছে চারটি ম্যাচ যেখানে এক জয়ের পাশপাশি দুটি হার এবং আজ (মঙ্গলবার) ম্যাচ পরিত্যক্ত হওয়াতে জুটেছে ১ পয়েন্ট। চার ম্যাচে তাই বাংলাদেশের নামের পাশে রয়েছে মাত্র ৩ পয়েন্ট। প্যেন্ট টেবিলেও সাত নম্বরে রয়েছে টাইগাররা।
নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ হারলেও লঙ্কানদের বিপক্ষে জয়ের ন্যাপারে আশাবাদী ছিলেন ক্রিকেট ভক্ত থেকে শুরু করে দলের ক্রিকেটাররাও। ব্যতিক্রম ছিলেন না দলের হেড কোচ স্টিভ রোডসও। তাইতো বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় সংবাদ সম্মেলনে হতাশার কথাই শুনালেন কোচ।
রোডস বলেন, ‘শ্রীলঙ্কা হয়তো শক্ত প্রতিরোধ গড়তে চাইতো কিন্তু হয়ের ব্যাপারে আমরা খুবই আশাবাদী ছিলাম। খেলাই তো হল না, কি আর করা! সত্যিই এটা হতাশার। কিছু বলার নেই আসলে। প্রকৃতির উপ্রে তো আর কারো হাত নেই। মন খারাপ হলেও মেনে নিতে হচ্ছে।’
শ্রীলঙ্কার সাথে পয়েন্ট ভাগাভাগি করা অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি হতাশ। পাশপাশি একটা মানসিক যন্ত্রণাও আছে। তবে সবচেয়ে কঠিন বাস্তবতা হচ্ছে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত পয়েন্ট ভাগাভাগিটা মেনে নিতে হচ্ছে। কেননা প্রকৃতির উপরে কারও হাত নেই।’
উইন্ডিজের বিপক্ষে পরবর্তী ম্যাচ নিয়ে ভাবনার কথা জানিয়ে রোডস বলেন, ‘এখন সামনের দিকেই তাকাতে চাই। উইন্ডিজের বিপক্ষে ম্যাচই এখন ভাবনায়। টনটনের ওই ম্যাচটা জিতা এখন অত্যাবশ্যকীয় হল। আমরা জেতার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।’