https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২৮তম ম্যাচে সাউদাম্পটনে শক্তিশালী ভারতের বিপক্ষে ইনিংসের শেষ ওভার পর্যন্ত লড়াই করে হেরেছে আফগানিস্তান। টিম ইন্ডিয়ার বিপক্ষে আফগানিস্তান হেরেছে ১১ রানে।
২২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২০ রানেই ওপেনার হজরতউল্লাহ জাজাইকে হারায় আফগানরা। তিনে নামা রহমত শাহকে নিয়ে সেই চাপ সামাল দিয়ে ৪৬ রানের জুটি গড়েন অধিনায়ক গুলবদিন নাইব। আফগান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। ৪২ বলে ২৭ রান করা নাইবকে ফিরান পান্ডিয়া। ধীর গতির ইনিংস খেলেন হাসমতউল্লাহ শাহিদিও। ৪৫ বলে মাত্র ২১ রান করে প্যাভিলিয়নে ফিরেন শাহিদি। তবে এরপর ম্যাচ জমিয়ে দেন মোহাম্মদ নবি এবং রশিদ খান। দুজন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন জয়ের দিকে। তবে শেষ পর্যন্ত আর দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি তিনি। ৫৫ বলে ৫২ রান করে মোহাম্মদ শামির বলে ক্যাচ দেন হার্দিক পান্ডিয়ার কাছে। শেষ তিন বলে ১২ রান প্রয়োজন হলে ওভারের চতুর্থ বলে আফতাব আলি ফিরেন কোনো রান না করেই। ওভারের পঞ্চম বলে হ্যাটট্রিক করে আফগানদের দশম ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলে ১১ রানে ম্যাচটি জিতে নেয় ভারত।
লোকেশ রাহুল এবং রোহিত শর্মা মিলে ইনিংস উদ্বোধন করতে নেমে থিতু হতে পারেননি রোহিত। ১০ বলের মোকাবেলায় মাত্র ১ রান করেই মোহাম্মদ নবীর বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি। তিনে নামা বিরাট কোহলির সাথে জুটি বেধে ৫৭ রান স্কোরবোর্ডে জমা করেন রাহুল। ইনিংসের ১৫তম ওভারে ৫৩ বল খেলে ৩০ রানের মন্থর গতির ইনিংস খেলে ফিরেন রাহুল। মিডল অর্ডারে বিজয় শঙ্কর ৪১ বলে ২৯ ও অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিও থিতু হয়ে ফিরে যান ৫২ বলে ২৮ রান করে। শেষের দিকে কেদার যাদব আর ধোনির জুটি ভাঙার পর ৬৮ বলে ৫২ রান করে ফিরে যান যাদবও। শেষ পর্যন্ত ইনিংসের ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া পায় ২২৪ রানের ছোট সংগ্রহ।
বল হাতে এদিন আফগান বোলারদের সবাই ছিলেন সফল।
মুজিব উড় রহমান- ২৬/১ (১০ ওভার)
মোহাম্মদ নবী- ৩৩/২ (৯ ওভার)
রশিদ খান- ৩৮/১ (১০ ওভার)
রহমত শাহ- ২২/১ (৫ ওভার)
আফতাব আলম- ৫৪/১ (৭ ওভার)
গুলবদিন নাইব- ৫১/২ (৯ ওভার)