নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সমাপ্ত হলো বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট। গতকাল (১৭ নভেম্বর) রাজধানীর এক অভিজাত হোটেলে সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হয় এই ড্রাফট। যেখানে সব দলই ঘুছিয়ে নিয়েছে নিজেদের টিম। রংপুর রেঞ্জার্সও নিজেদের দল শক্তপোক্ত করেই গড়েছে।
রংপুর রেঞ্জার্স তাদের দলে যুক্ত করেছে ১১ জন দেশী খেলোয়াড়ের সাথে ৪ জন বিদেশি খেলোয়াড়। দেশীদের মধ্যে রয়েছে– মুস্তাফিজ, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ, রিশাদ আহমেদ, নাদিফ চৌধুরী ও সঞ্জিত সাহা। আর বিদেশিদের মধ্যে– মোহাম্মদ নাবি, শাই হোপ, লুইগ গ্রেগরি ও ক্যামেরন ডেলপোর্ট।
রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ-
দেশি: মুস্তাফিজ, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ, রিশাদ আহমেদ, নাদিফ চৌধুরী ও সঞ্জিত সাহা।
বিদেশি: মোহাম্মদ নাবি, শাই হোপ, লুইগ গ্রেগরি ও ক্যামেরন ডেলপোর্ট।
উল্লেখ্য, আগামী মাসের ১১ তারিখে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যচ। এর আগে ৮ ডিসেম্বর হবে এ আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।