নিজস্ব প্রতিবেদক »
বাংলাদেশের ক্রিকেটে ছেলেদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে নারীদলও। ছেলেদের মতো বড় বড় সাফল্য ধরা না দিলেও ভালো করতে শুরু করেছে বাংলাদেশ নারী দল। তবে নারীদের ক্রিকেট পিছিয়ে থাকার পিছনের কারণ হিসেবে অনেকেই দায়ী করেন মেয়েদের পর্যাপ্ত সুযোগ না থাকাকে। মেয়েদের ঘরোয়া ক্রিকেট তেমন উন্নত না তাই বলেই পিছিয়ে মেয়েরা, মেয়েদের ক্রিকেটে উন্নতির জন্য অস্ট্রেলিয়া নিয়মিত আয়োজন করছে নারীদের বিগব্যাশ, গত বছর ভারতে আয়োজন হয়েছে আইপিএলও। বাংলাদেশের নারী ক্রিকেটার উন্নতির জন্য নারী বিপিএল চান বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। গতকাল নিউজ ক্রিকেট ২৪ ডট কমের লাইভ আড্ডায় এমনটা জানান তিনি।
বেশ কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়া পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও আয়োজন করছে বিগ ব্যাস লীগ। একই পথ ধরে গতবছর চার দল নিয়ে ভারতেও আয়োজন হয়েছে নারীদের আইপিএল। তবে বাংলাদেশের নারীদের ঘরোয়া লীগ গুলো তেমন উন্নত নয়। বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ চান বাংলাদেশেও আয়োজন হোক নারী বিপিএল। নারী বিপিএল কতটা সফলতা পেতে পরে সে বিষয়ে রুমানা বলেন, ‘কোন কিছু শুরু না করে আগে তো বলা যায় না,শুরু না করলে বুঝা যাবে না এটা কতো টা কার্যকর হবে। ক্রিকেট খেলাটাই এমন।’
পুরুষ দলের উদাহরণ দিয়ে রুমানা বলেন, ‘আমাদের মেনস দলের কথাই যদি বলেন,আমাদের দল কিন্তু পাঁচ বছর আগেও এমন অবস্থানে ছিলো না,খেলতে খেলতে আমাদের একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা যদি চিন্তা করি আমাদের এখন এনাফ মে ক্রিকেটার নাই, তাহলে আমরা অল্প টিম করতে পারি। তিনটা চারটা টিম করার মতো যথেষ্ট প্লেয়ার আমাদের আছে।এদেরকে নিয়ে আমরা স্টার্ট করতে পারি। যেমনটা আইপিএলে করা হয়েছে। গতবার তারা তিনটা টিম নিয়ে শুরু করেছে, এবার দল বারাবে।ওরা জাস্ট সূচনা করল গতবছর। আমরা শুরু না করে তো বলতে পারবো না আমাদের মেয়েরা পারবে কি পারবে না।’
বাংলাদেশের ক্রিকেটে এমন লীগের আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে রুমানার ভাষ্য, ‘আমাদের মেয়েদের যথেষ্ট ক্যাপাসিটি আছে, এদের মধ্যে অনেক ট্যালেন্ট ক্রিকেটার ও আছে। এসব ফ্র্যাঞ্চাইজির লীগ আমাদের অনেক বেশি করে দরকার,কারণ আমাদের দেশে মেয়েদের খেলার পরিমাণ খুবই কম। মেয়েরা উন্নত খেলা যদি পায় তাহলে আমাদের বিশ্ব মানের খেলা গুলো খেলতে কোন প্রব্লেম হবে না। আমরা অভ্যস্ত হয়ে যাবো। আমাদের দরকার এখন মাঠে বেশি থাকায় অভ্যস্ত হওয়া। আমরা যত বেশি ম্যাচ খেলবো তত বেশি আমাদের অভিজ্ঞতা বাড়বে।আমার মনে হয় এসব দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। এবং বিপিএল এর মতো একটা ফ্র্যাঞ্চাইজি লীগ আমাদের এখন খুব বেশি দরকার।’
নিউজ ক্রিকেট/ সুফিয়ান