নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মাঠে যেমন সফল মাঠের বাইরেও মাশরাফি রাখছেন বিচক্ষণতার চাপ। ধর্মপ্রাণ মাশরাফি তার মেয়ে হুমায়রা মর্তুজাকে তৈরি করছেন কুরআনের হাফেজ হিসেবে। গতকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওডিয়াই অধিনায়ক তামিম ইকবালের সাথে ফেসবুক লাইভে এই কথা জানান মাশরাফি।
লাইভ চলাকালীন সময়ে মাশরাফির মেয়ে হুমায়রা ক্যামেরার সামনে আসে এবং সবাইকে সালাম জানায়। ঐ সময় মাশরাফি জানান, মেয়েকে কুরআনের হাফেজ বানাচ্ছেন।
মাশরাফি বলেন, ‘বর্তমানে ও কুরআন শরীফ পড়তেছে। শেষ হলেই হাফেজি পড়া শুরু করবে।’
তাছাড়া মাশরাফির মেয়ে হুমায়রা সুমধুর কন্ঠে কুরআন তেলাওয়াত করে ইতোমধ্যে সবার মন জয় করে নিয়েছে। মাত্র ৮ বছর বয়সে সুমধুর কন্ঠে কুরআন তেলাওয়াত করে পুরস্কার জিতে নিয়েছে হুমায়রা মর্তুজা।
বাংলাদেশ সময়ঃ ৯:০৫ এএম
নিউজক্রিকেট/এমএস