মুস্তাফিজের বৌভাত ১৩ জুলাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপ মিশন শেষে আজ বিকালে দলের সাথে দেশে ফিরছেন মুস্তাফিজুর রহমান। ৬৫ দিনের সফর শেষে ঘরে ফেরার আগেই সুসংবাদ পেলেন কাটার মাষ্টার। আগামী ১৩ জুলাই (শনিবার) মুস্তাফিজ-শিমু দম্পতির বৌভাত। বিষয়টি নিশ্চিত করেছেন মুস্তাফিজের বড় ভাই মাহফুজুর রহমান মিঠু।

অপেক্ষার প্রহর শেষ, আর মাত্র ক’দিন বাদে নতুন করে বরবধূ বেশে আসবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও সুমাইয়া পারভিন শিমু দম্পতি। বিশ্বকাপ মিশন শেষ করে নববধূ শিমুকে জাঁকজমক আয়োজনের মাধ্যমে তুলে নেয়া হবে মুস্তাফিজের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাড়িতে।

মুস্তাফিজের বড় ভাই মাহফুজুর রহমান মিঠু বলেন, কম-বেশি হাজার দু’য়েক অতিথি তো থাকবেনই। বাংলাদেশের সব টাইগার নিমন্ত্রিত হবেন জানিয়ে তিনি বলেন, সব আয়োজন হবে গ্রামের বাড়িতে। সব আত্মীয়স্বজনই শরিক হবেন এতে। গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত হবে বৌভাত।

এদিকে বিগত ২২ মার্চ পাঁচ লাখ এক টাকা দেনমোহরে মামাতো বোন সুমাইয়া পারভিন শিমু’কে বিয়ে করেন মুস্তাফিজুর রহমান। নববধূ শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »