নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফিজ ‘দ্য কাটার মাস্টার’ আমাদের বাংলাদেশের আরেক তারুণ্য শক্তি। বর্তমানে যদিও বা অফফর্মে আছে। বিগত ৩ম্যাচ টি-টোয়েন্টিতে বল হাতে কোন উইকেটের দেখা মেলেনি৷ অথচ ফিজ বললেই ভারতীয়দের কাছে আতঙ্কের কারণ ছিলো। ভারতীয়রা নিজেই বলতো ওর কাটার বুঝা মুশকিল। কিন্তু ইনজুরির গ্রাসে আজ ফিটনেসহীনতায় ভুগছে অনেকটাই আমাদের কাটার মাস্টার। সমর্থকমহলেও এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। কেননা, প্রত্যাশাটা যে তার কাছেই অনেকটা বেশি সবার।
সাতক্ষীরার এ-ই ছেলেটার কাটার দেখেই টাইগার সমর্থকরা একদিন স্বপ্ন দেখা শুরু করেছিলো আমরা একজন চ্যাম্পিয়ন পেলাম। আমাদের একটা ফিজ আছে, যার কাটার বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাঁপুনী ধরায়। আমাদের একটা ফিজ আছে, যার কাটারের মুখোমুখি হওয়ার আগে যে কেউ হাজার বার ভাবে কিভাবে মোকাবিলা করবে? আমাদের একজন কাটার স্পেশালিষ্ট আছে, যে মুহূর্তেই তার বলের ধরণ পরিবর্তন করতে পারে।
কিন্তু বর্তমানে সবাই এ-ই ফিজকে নিয়েই বেশি চিন্তিত এ-ই কারণে যে কই হারালো আমাদের ফিজ। কই গেলো তার বোলিং ধার? অনেকে এমনটাও বলছেন সে কি কাটার ভুলে গেলো নাকি লাইন – লেংথ? প্রত্যাশাটা সকলের বেশিই এ-ই মানুষটার কাছে। তাই সবার সমালোচনা করাটাও এইক্ষেত্রে কিছুটা হয়তো যৌক্তিক। তবে সবাই এটা মনে করছেন মুস্তাকে কিছুটা সময় দেওয়ার দরকার। কিছুটা দিন বিশ্রাম করিয়ে স্পেশাল ট্রেনিং দেওয়া হোক। সে যাতে ফিরে পায় নিজের পুরোনো রূপ। আবার ফিরুক সেই আগের মুস্তা হয়ে।
তবে বর্তমান সিরিজের টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ এক্ষেত্রে ভিন্নমত পোষণ করলেন। তার মতে অফফর্ম আসতেই পারে। যথাযথ সুযোগ পেলে সে ঠিকই ফিরে আসবে। এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন –
‘প্রতিটি ক্রিকেটারের জীবনে এরকম সময় আসে যখন পাঁচ-ছয়টা খেলায় দল যেভাবে চাচ্ছে হয়তো বা পারফর্ম করতে পারে না। আমরা সবাই জানি, সে চ্যাম্পিয়ন বোলার। ওর কাছ থেকে দল অনেক বেশি আশা করে। অনেক সময় ও হয়তো চাহিদা অনুযায়ী পারফর্ম করতে পারছে না। আমার মনে হয় ওকে সমর্থন করা উচিৎ।’
অধিনায়ক আরো মনে করেন মুস্তাফিজের মধ্যে আত্মবিশ্বাসের যথেষ্ট ঘাটতি আছে। সেটা হয়তো ভালো করতে পারছেনা বলেই। অতিতে সে যথেষ্ট ভালো করেছে। ভারত সিরিজের পূর্বে ত্রিদেশীয় সিরিজেও চার ম্যাচে পেয়েছে চার উইকেট। যদিও বা দল তার কাছে অনেক বেশি আশা করে। অধিনায়ক মনে করেন মুস্তার এ-ই আত্মবিশ্বাস ফিরে আসবে যদি সে একটা ম্যাচ ভালো খেলতে পারে।
এ ব্যাপারে তিনি বলেন –
‘ও কষ্ট করছে, ও এ-ই বিষয়টি নিয়ে ভাবছে,কোচের সাথেও কথা বলেছে। আমার মনে হয় তার আত্মবিশ্বাস ফিরে পেতে একটা ম্যাচই যথেষ্ট ‘।
এরপর মুস্তাকে বাদ দেওয়ার প্রসঙ্গে বলেন –
‘ আমার ব্যক্তিগতভাবে মনে হয়না যে ওকে বিরতি দিলেই ভালো কিছু হবে। একজন চ্যাম্পিয়ন বোলারকে সবসময় সমর্থন করতে হবে। আমার কাছে মুস্তাফিজ ম্যাচ জয়ী বোলার। যেদিন সে ভালো করবে সেদিন বাংলাদেশ ম্যাচ জিতবে’।
অধিনায়কের সাথে একই সুরে বলতে গেলে – মুস্তার দিনে মুস্তা একাই একশ। সে যেদিন পারফর্ম করে নিশ্চিতভাবে সেদিন জয় আমাদের। তবে দ্রুত যদি সে নিজেকে না চিনে তবে সেটা দীর্ঘকায় সমস্যায় পরিণত হবে। মুস্তার উচিত নিজেকে আরো বেশি বেশি সময় দেওয়া যাতে সে নিজেকে চিনে নিতে পারে। আর আবার সেই ‘দ্য কাটার মাস্টার’ হয়ে উঠতে পারে। সে আমাদের সম্পদ। আর যথাযথ পরিচর্যায় অবশ্যই ভাল ফলাফল সম্ভব।