মমিনুল ইসলাম »
মুস্তাফিজুর রহমানের ক্রিকেট ক্যারিয়ারের শুরুর গল্পটা মনে আছে? একবার একটু ফ্লাশ ব্যাকে চেয়ে দেখেন তো কেমন ছিলো একজন মুস্তাফিজুর রহমানের ক্রিকেটীয় শুরুটা। আজকের মুস্তাফিজে কোন পার্থক্য খুঁজে পাচ্ছেন? নিশ্চয় আজকের এমন মুস্তাফিজকে আপনি কখনোই প্রত্যাশা করেননি। কিংবা মুস্তাফিজই কি কখনো ভেবেছিলো যে প্রশ্ন উঠবে তার একাদশে থাকা না থাকা নিয়ে।
আগামীকাল দুপুর থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের মাঠের লড়াই। এবারের বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজ। রংপুর রেঞ্জার্সের একাদশে প্রতিদিনই দেখা মিলবে মুস্তাফিজের এমন অবশ্যই সকলের প্রত্যাশা । কিন্তু বঙ্গবন্ধু বিপিএল শুরুর আগে থেকেই প্রশ্ন উঠছে মুস্তাফিজের একাদশে থাকা না থাকা নিয়ে , মুস্তাফিজের অফফর্ম নিয়ে। চারিদিকে যখন মুস্তাফিজের একাদশে থাকা না থাকা নিয়ে শঙ্কা তখন মুস্তাফিজের হয়ে ব্যাট করলেন মোহাম্মদ নবী । মোহাম্মদ নবী নিশ্চয়তা দিয়েছেন মুস্তাফিজকে সব ম্যাচই খেলানো হবে। এমনকি মুস্তাফিজের সমস্যা নিয়ে এক সাথে কাজ করবে।
নবী বলেন, ‘মুস্তাফিজ ছন্দে আছে কি নেই এটা ততটা জরুরি না। নিশ্চয় সে তার ছন্দে ফিরবে। আমরা দলীয়ভাবে কাজ করবো আর তার কি সমস্যা সেটা নিয়েও আলোচনা করবো। তাকে প্রতিটি ম্যাচই খেলানো হবে আর তার সঙ্গে সমস্যা নিয়ে কাজ করবো।’
অফফর্ম সে যেন মুস্তাফিজের বন্ধু হয়ে গেছে। তবে সেই অফফর্ম বন্ধুই কি না এখন গলার কাটা। অনেকদিন ধরেই অফফর্মে কিন্তু নিজেকে হারিয়ে খুঁজেও যেন পাচ্ছেন না ফিজ । বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও ছিলেন একদমই নিষ্প্রভ। ত্রিদেশীয় সিরিজের ৪ ম্যাচে পেয়েছিলেন কেবল ৪ উইকেট। শুধু ত্রিদেশীয় সিরিজে ন ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে তো ছিলেন আরও করুন অবস্থায়। পুরো সিরিজে দেখা মিলেনি কোন উইকেটের।
আন্তর্জাতিক ক্রিকেটে যতটা সফল ছিলেন মুস্তাফিজুর রহমান ঠিক ততই অসফল ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে। বিপিএলে এখন পর্যন্ত খেলেছেন ২৭ ম্যাচ যেখানে তার ঝুলিতে কেবল মাত্র ৩০ উইকেট। রানের গড়টাও সুখকর নয় মুস্তাফিজের জন্য । বিপিএলে তার রানের গড় ২২.৫৩।