মুস্তাফিজ আর অটো চয়েজ থাকছেন না

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। অবশ্য জেতার সুযোগটাও ছিলো। তবে বোলাররা কাজে লাগাতে পারেননি। বিশেষ করে মুস্তাফিজুর রহমান। ১৭তম ওভারে এসে ১৭ রান দিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন দলকে। এরপরই থেকেই সমালোচনার তোপে ‘দ্য ফিজ’। এবার তাকে সতর্ক বার্তা দিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি একাদশে জায়গা হারাবেন কিনা এমন প্রশ্নও উঠেছে। এই প্রশ্নের উত্তরও এসেছে। আজ বুধবার (৩১ আগস্ট) দুবাইয়ে সংবাদ সম্মেলনে সুজন জানিয়েছেন, মুস্তাফিজকে অটো চয়েজ ভাবার সময় শেষ হয়েছে।

২০১৫ সালে অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলে ‘অটো চয়েজে’ পরিণত হন মুস্তাফিজ। ম্যাচের পর ম্যাচ নিজের সামর্থ্য প্রমাণ করে দলে জায়গা পাকাপোক্ত করেন তিনি। মাশরাফি-পরবর্তী সময়ে বাংলাদেশ দলে সবচেয়ে নিয়মিত পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই বাঁহাতি।

শুরুর কয়েক বছর জাতীয় দল এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি লিগগুলোতে পারফর্ম করে সুনাম কুড়ান এই বাঁহাতি পেসার। দেশে-বিদেশে তার বেশ চাহিদাও দেখা যায়।
তবে সেটা ধরে রাখতে পারলেন না কাটার মাস্টার।

ডেথ ওভারে বাংলাদেশের ভরসার জায়গা ছিলেন তিনি। তবে এখন তাকে অনায়াসে খেলে রান করেন ব্যাটাররা। ডেথ ওভারে রীতিমত তুলোধুনো হচ্ছেন। আফগানিস্তানের বিপক্ষে ৩ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

এমতাবস্থায় দলে অঘোষিতভাবে মুস্তাফিজের পাকা জায়গা এখন নড়বড়ে হয়ে উঠেছে। সমর্থকদের সমালোচনা টের পেয়েছেম সুজনও। তাই নিজেও সেটারই ইঙ্গিত দিয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »