https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল হেরেছে দুই উইকেটের ব্যবধানে। ২৪৪ রানের পুঁজি নিয়ে কিউই ব্যাটসম্যানদের সাথে টাইগার বোলারররা যে লড়াই চালিয়েছেন সেটার প্রশংসা করেছেন ম্যাচ জয়ী ইনিংস খেলা র টেলরও।
টাইগারদের ইনিংসে সাকিব-মুশফিক জুটিতে পুজিটা আরও একটু বড় হতে পারতো। তবে ভুল বুঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন মুশফিক। আর অধিনায়ক মাশরাফির চোখে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সেই রান আউটটিই।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, ‘রান আউটটাই ছিল আমাদের ইনিংসের টার্নিং পয়েন্ট। তারা দুজনেই (সাকিব-মুশফিক) উইকেটে সেট হবার পর রান আউট হয়ে গিয়েছিল। সাকিবের সাথে পার্টনারশীপ ধরার পর সাকিবও আউট হয়ে গেল। এই দুই জুটির মধ্যে যেকোনো একটির রান ৮০-১০০ হলে আমাদের সংগ্রহ বড় হতে পারতো।’
মুশফিক প্রসঙ্গ সামনে আসতেই আবারও মাশরাফি জানান মুশফিককে নিয়ে ভাভবতে চান না তিনি। ‘মুশফিককে নিয়ে আসলে ভাবার কিছু নেই। এমনটা যে কারো সাথেই হতে পারে। বল স্টাম্পের দিকেই যাচ্ছিল আর উইকেটরক্ষক হিসেবে এটা বুঝা একটু কঠিনই। বলটি ধরতে গেলে হুট করে তার কনুই লেগে যায়। এমন ভুল হতেই পারে। আমার মনে হয় না এতে তাকে দোষারোপ করার কিছু আছে। সে পেশাদার একজন ক্রিকেটার। সে জানে সব বিষয় কীভাবে সামাল দিতে হয়। যে কেউ সহজ ক্যাচও মিস করতে পারে গত ম্যাচে সৌম্য একটা ক্যাচ মিস করেছিল। কিন্তু এর আগে অনেক কঠিন ক্যাচও নিয়েছে।’
‘মুশফিকের ক্ষেত্রে এমন হতেই পারে এটা স্বাভাবিক। গ্র্যান্ডহোম-টেলরের যে ক্যাচগুলো নিয়েছে এগুলো ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারতো। পরের ম্যাচে সব ঠিকঠাক হলে দেখবেন সব ঠিক হয়ে গেছে।’