https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেলা সাড়ে তিনটায় ক্যানিংটন ওভালে মাঠে নামছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে চাইবে টাইগাররা।
বিশ্বকাপের মূল পর্ব শুরু হবার আগে প্রস্তুতি ম্যাচে ছিল বৃষ্টির জয়জয়কার। তবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে ক্যানিংটন ওভালের আকাশে থাকবে সূর্যের হাসি। বৃষ্টি হবার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডের আবহাওয়া অফিস। ফলে এই ম্যাচে টস ভাগ্য হয়ে দাঁড়াবে বড় এক ফ্যাক্টর।
বিশ্বকাপে ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে চারটি ম্যাচ। যেখানে একমাত্র স্বাগতিক ইংল্যান্ডই প্রথমে ব্যাট করে জয়ের দেখা পেয়েছে, তাও এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভিন্ন ভিন্ন মাঠে ম্যাচগুলো হলেও উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকায় রান চেজ করা খুব বেশি দুরূহ হবে না। তাছাড়া বাংলাদেশ দলের বোলিং লাইনআপ বিবেচনা করলে মাশরাফি, সাইফউদ্দিন, মুস্তাফিজ এবং ইংলিশ কন্ডিশনে পরীক্ষিত রুবেল হুসেনরা যেখানে রয়েছেন সেখানে প্রতিপক্ষকে স্বল্প রানে বেধে ফেলা খুব বেশি কঠিন কাজ হবে না। অন্যদিকে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করে ৩০০ ছাড়ানো ইনিংস খেললেও শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হয়তো আটকানো যাবে না।
তাই সার্বিক দিক হিসেব নিকেশ করে বলা যায় বাংলাদেশ দল প্রথমে টসে জিতলে বোলিং নেয়ার সম্ভাবনাই প্রবল।
এক নজরে দেখে নেয়া যাক দুই দলের সম্ভাব্য সেরা একাদশ-
বাংলাদেশঃ তামিম ইকবাল, সৌম্য সকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হুসেন।
দক্ষিণ আফ্রিকাঃ কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ফাফ ডু প্লেসিস, ভেন ডার ডসেন, জেপি ডুমিনি, আন্দেল ফেলোকায়ো, ডেভিড মিলার, ডোয়াইন প্রেটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গী এনগিডি, ইমরান তাহির।
রবিবার বিকাল ৩ঃ৩০ মিনিটে লন্ডনের ক্যানিংটন ওভালে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, টেন স্পোর্টস, গাজি টিভি, মাছরাঙা টিভি এবং বিটিভি।