কে এম আবু হুরায়রা »
প্রায় ৩ বছরের অধিক সময় ধরে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারছেননা কামরান আকমাল৷ অথচ ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই রান করছেন কামরান। ২০১৭ সালের ১টি সিরিজ বাদ দিলে সেই ২০১৪ সাল থেকেই অনিয়মিত অভিজ্ঞ এই ক্রিকেটার।
এ নিয়ে প্রায়ই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এবার বেশ ঘটা করেই সংবাদ সম্মেলন ডেকে পিসিবির নির্বাচকদের ধুয়ে দিয়েছেন কামরান। এমনকি তার পারফরম্যান্সের গ্রাফ নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও জানান কামরান।
কামরান বলেন, ‘আমি একজন পাকিস্তানি ক্রিকেটার৷ গত ৫ বচর ধরেই আমি পারফর্মেন্স করে আসছি।আর কত ধৈর্য ধরবো? আমি কি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দেখাবো? আমার পারফরম্যান্সের গ্রাফ?’
দলে যায়গা না পাওয়ার থেকে তার যায়গায় তার থেকেও খারাপ পারফরম্যান্স করা কাউকে রাখা নিয়েই তার ক্ষোভ। কামরানের ভাষায়, ‘হ্যাঁ, আমার থেকে ভালো কেউ এই পজিশনে খেললে ঠিক ছিলো৷ আমি বলছিলাম দরকার হলে শুধু উইকেট কিপার হিসেবেওতো আমাকে নিকে পারে৷’
মিসবাহ, ইনজামামকে ধুয়ে দিয়েছেন কামরান। ঘরোয়া ক্রিকেটে পারফর্মারদের দিকে নজর দিতে বলেছেন তিনি। সামনে বিশ্বকাপের আগেই এগুলো নিয়ে ভাবতে হবে বলে জানান কামরান। তিনি বলেন, ‘অনেকেই আমার মত পারফর্ম করছে৷ কিন্তু সুযোগ পাচ্ছেনা। টি২০ তে অনেক যায়গা খালি আছে৷ কিন্তু আপনি অন্য কাউকে খেলাচ্ছেন। সামনে বিশ্বকাপ, আমি পিএসএলে পারফর্ম করেছি৷ মিসবাহ’র উচিৎ এগুলো লক্ষ করা।’