মিরাজের প্রথম ‌বিশ্বকাপ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

কারো প্রথম কারো বা শেষ। চার বছর পরপর বিশ্বকাপ আসে আর বিশ্ব মঞ্চে প্রথম খেলতে আসা এমন খেলোয়াড় অনেক পাওয়া যায়। আবার অনেক খেলোয়াড় তাদের শেষ বিশ্বকাপ খেলতে আসে। বাংলাদেশেও এমন অনেক খেলোয়াড় আছে যাদের ছিলো এটি প্রথম বিশ্বকাপ। তাদের মধ্যে ইয়াং স্টার মেহেদী হাসান মিরাজ অন্যতম। তবে মেহেদী হাসান মিরাজের এই সিনিয়র বিশ্বকাপ প্রথম হলেও আদতে এটি তার প্রথম বিশ্বকাপ নয়। এর আগে মেহেদী হাসান মিরাজ টানা ২টা অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন। টানা ২টি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ইয়াং স্টার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলে বর্তমানে যে কয়জন তরুণ ক্রিকেটার আছে তাদের মধ্যে দক্ষতা ও অভিজ্ঞতায় মেহেদী হাসান মিরাজ বাকিদের চেয়ে এগিয়ে। এই তরুণ ক্রিকেটারের সবচেয়ে ভালো দিক হচ্ছে মাঠে সবসময় হাসিখুশি পদচারণা। খেলায় ভালো খারাপ যাই হোক মেহেদী হাসান মিরাজ সবসময় হাসিমুখটা আগলে রাখেন। মেহেদী হাসান মিরাজের সকল শরীরি ভাষাই বলে দেয় তিনি কতটা পরিপক্ক। ওয়ানডেতে ৩৫ ম্যাচ খেলে ৩৫ উইকেট নিয়েছেন এবং ওয়ানডেতে ইকোনমি: ৪.৫৪ এমনকি টেষ্ট ক্রিকেটে বেশ‌‌ দাপটের সাথে খেলে যাচ্ছেন ১৯টি টেষ্ট খেলে ৮৬টি উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে বোলিং দিয়ে নিজের জায়গা বেশ ধরে রেখেছেন তবে ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। কারণ মেহেদী হাসান মিরাজকে শেষ দিকে নামানো হয়। অনুর্ধ্ব- ১৯ এ মিরাজ ৪ নম্বর পজিশনে ব্যাটিং করে অভ্যস্ত। তাই শেষ দিকে এসে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননা।

চলুন দেখে নেয়া যাক কেমন ছিলো এবারের বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স:

প্রথমে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পারফরম্যান্সের দিকে আসা যাক:

ম্যাচ: ৭
ইনিংস: ৫
নট আউট: ২
রান: ২৩৭
সর্বোচ্চ: ১২
গড়: ১২.৩৩
স্ট্রাইক রেট: ১১২.১২
হাফ সেঞ্চুরি: ০
সেঞ্চুরি: ০
ডাক: ০
বাউন্ডারি: ৪
ওভার বাউন্ডারি: ০

এবার মেহেদী হাসান মিরাজের বোলিং এর দিকে আসা যাক। কেমন ছিলো মিরাজের বোলিং পারফরম্যান্স:

ম্যাচ: ৭
ইনিংস: ৭
ওভার: ৬৭
মেইডেন: ০
রান: ৩৪১
উইকেট: ৬
সেরা বোলিং ফিগার: ২/৪৭
গড়: ৫৬.৮৩
ইকোনমি: ৫.০৮
স্ট্রাইক রেট: ৬৭.০০
৫ উইকেট: ০

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের কন্ডিশনে সেখানে স্পিনারদের চেয়ে পেসাররাই বেশী সুবিধা পায়। এমনকি বর্তমান বিশ্বের সেরা লেগ স্পিনার রশিদ খানও ব্যর্থ ছিলেন। আর মিরাজ ব্যাটিংয়ে শেষ দিকে নামেন যাতে সে অভ্যস্ত নন। তাই ব্যাটিং পারফরম্যান্স সন্তোষজনক নয়। তবে বোলিং সন্তোষজনক বলাই যায়। ৭ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন তবে মিরাজ এবারের বিশ্বকাপে ছিলেন বাংলাদেশের সবচেয়ে কম ইকোনমিকাল বোলার ( ৫.০৮ )। মিরাজের ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে আশা করা যায় তার ক্যারিয়ার আরো দীর্ঘ হবে। বাংলাদেশ দলের ভবিষ্যৎ কান্ডারি হবেন এই মিরাজ। শুভকামনা রইল মেহেদী হাসান মিরাজের জন্য।

-নাসিফুল হাসান সৌমিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »