নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এনসিএলের দ্বিতীয় রাউন্ডে এসে আবারও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং ঝলক। মিরপুরে বল ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার পর বগুড়ায় যেন আরও সাবলীল মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট। এবারের এনসিএলে দুই ম্যাচের তিন ইনিংসে ব্যাট করে পেয়েছেন তিন ফিফটি। আক্ষেপ রয়ে গেছে এখন অবদি দুই অঙ্ককে মিলাতে পারেননি তিন অঙ্কে।
বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট ডিভিশনের বিপক্ষে লড়ছেন ঢাকা মেট্রো। ম্যাচের তৃতীয় দিনে এসে আবারও তুলে নিয়েছেন ফিফটি। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো সেখান থেকে এক প্রান্ত আগলে রেখে সিলেটের বোলারদের বেশ ভালোভাবেই সামলাচ্ছেন রিয়াদ। তিন চার ও এক ছক্কার সাহায্যে ১০২ বলে পূর্ণ করেন ফিফটি। এখনও দৃঢ়তার সাথে ঢাকা মেট্রোকে এগিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ৷
এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরও ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে ৬৩ রানের এক কার্যকরী ইনিংস খেলেন তিনি। আর তাতেই কি ঢাকা মেট্রো ২৪৬ রানের পুঁজি পায়। এর আগে অবশ্য প্রথম রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে এক ইনিংসে ব্যাট করতে নেমেও তুলে নিয়েছিলেন ফিফটি৷ আসন্ন ভারত সফরের আগে রিয়াদের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য সুখবর বয়ে আনবে।
এই প্রতিবেদন লেখার সময় ঢাকা মেট্রোর সংগ্রহ ৬৪.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে।