নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব আল হাসান। সাকিব অনুশীলনে আসবেন সেটাই স্বাভাবিক। তবে এদিন ক্রিকেটার সাকিব অনীলনে সাকিব এসেছেন নতুন এক পরিচয়ে। সাকিবের নামের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মেম্বার অব পার্লামেন্ট-এমপি। দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিপুল পরিমাণ ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরের জন্য অনুশীলন করতেই সাকিব ছুটে এসেছেন মিরপুরে। মাঠ সামলানোর পাশাপাশি সাকিবকে এখন থেকে নিজের এলাকাও সামলাতে হবে।
সোমবার (০৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মিপুরের ইনডোরে যান সাকিব। এসময় সাকিবের সঙ্গে ছিলেন কোচ নাজমুল আবেদীন ফাহিম ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন। ব্যাট হাতে বেশ গুরুত্বে সঙ্গেই অনুশীলন করেন সাকিব। আঙুলের চোট থেকে ফিরে আজই প্রথম ব্যাটিং অনুশীলন করেন তিনি।
নিউজক্রিকেট২৪/আরএ