https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
শ্রীলঙ্কার কিকেট ইতিহাসে গ্রেটদের তালিকায় স্বর্ণাক্ষরে লেখাথাকবে পেসার লাসিথ মালিঙ্গার নাম। প্রায় ১৫ বছর ধরে লঙ্কা দলকে সার্ভিস দিয়ে আসা মালিঙ্গা বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাট থেকে। টেস্ট খেলা বহু আগেই ছেড়ে দেয়া এই পেসার বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলেই বিদায় নেয়ায় পরের ম্যাচ দুইটিতে থাকছেন না তিনি।
ওয়ানডে না খেললেও আগামী বছর টি-২০ বিশ্বকাপ খেলবেন তিনি। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে একই দলের হয়ে খেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ঘরোয়া ক্রিকেটের এই সতীর্থের বিদায় নিয়ে আবেগঘন বার্তা দিলেন মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজ বলেন, ‘তোমার সাথে ড্রেসিং রুম শেয়ার করাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। একজন ভালো পরিকল্পনাকার, প্রেরণাদায়ক ও একনজ ভালো মানুষ তুমি তা আমি জানি। দ্বিধাহীনভাবেই একজন মহান ক্রিকেটার তুমি। ক্যারিয়ারে তুমি যেভাবে লড়াই করেছো তা সবাইকে প্রেরণা দিবে। ওয়ানডে ক্রিকেট তোমায় মিস করবে। স্মৃতিতে থাকবে সবসময়। বিদায় কিংবদন্তী। ধন্যবাদ মালিঙ্গা।’