https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের প্রতিটি ম্যাচেই ক্ষিপ্র গতির ফিল্ডিংয়ের জন্য বিশেষ প্রশংসা পাওয়ার দাবি রাখেন মিরাজ। আর টাইগারদের বোলিং বিভাগের অন্যতম প্রধান শক্তি হিসেবে সাকিবের সাথে জুটি বাধেন তিনি। দেশের মাটিতে দুহাত ভরে সাফল্য পাবার পর বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের মত কন্ডিশনেও তার শাণিত বোলিং দেখেছে প্রতিপক্ষ দল।
আফগানিস্তানের বিপক্ষে সোমবারের ম্যাচেও মাঠে নামার কথা রয়েছে তার। তবে এরইমধ্যে আজ (রবিবার) মিরাজের মাথায় লেগেছে বলের আঘাত।
সাউদাম্পটনে দলের বাকি সদস্যরা যখন প্র্যাকটিসে ছিলেন সেন্ট্রাল পিচে তখন সেখানে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন সাব্বির রহমান রুম্মন। সাব্বির একটি বল মারতে গিয়ে সপাটে ব্যাট চালালে সেই বল গিয়ে আঘাত হানে প্র্যাকটিস সেশন থেকে দূরে থাকা মিরাজের মাথায়। একটি টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকার দিচ্ছিলেন মিরাজ তাও মাঠের এক কোণায়। সাব্বিরের মারা বলটি এক ড্রপ দিয়ে মিরাজের মাথায় আঘাত হানলে অচেতন হয়ে পড়ে যান তিনি।
বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দলের ফিজিও থিহান চন্দ্রমোহন তাকে পর্যবেক্ষণে রাখেন। এই চোট কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি।