নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট যত এগুচ্ছে ততই বাড়ছে বোলারদের দাপট। পেসারদের বাউন্সে দিশেহারা হয়ে উঠছেন ব্যাটসম্যানরা। এই অ্যাশেজের দ্বিতীয় টেস্টে জফরা আর্চারের বাউন্স সামলাতে না পেরে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথকে। থাকতে হয়েছে মাঠের বাইরে একটি টেস্ট। এবার এমন কিছুর সাক্ষী হল ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল)। গতকাল মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে যেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। সিটি স্ক্যান করানো হয়েছে। তবে আসার কথা রিপোর্টে খারাপ কিছু ধরা পড়ে নি।
সাবিনা পার্কে কাল মুখোমুখি হয় সেন্ট লুসিয়া জোকস ও জ্যামাইকা তালাওয়াশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সেন্ট লুসিয়া। ১৪তম ওভারের ঘটনা, ক্রিজে তখন নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল , পেসার হারদুস ভিলজয়েন দেন শর্ট বল, পুল করতে গিয়ে ব্যর্থ হোন রাসেল। বল আঘাত করে ডান কানের পাশ ঘেষে হেলমেটে। বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন রাসেল। পরে উঠে দাঁড়ালেও মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে।
পরে আর মাঠে নামতে পারেন নি রাসেল। চোটের ধরন জানতে হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসা নিয়ে হোটেলে ফিরেছেন ঠিকই তবে আর কবে মাঠে নামতে পারবেন সে ব্যপারে কিছু জানা যায় নি। জ্যামাইকা এই ম্যাচ হেরেছে ৫ উইকেটে। ১৭০ রানের ভালো সংগ্রহ হলেও ফ্লেচার ও রাখিন কর্ণওয়ালের ব্যাটে সহজ জয় পায় সেন্ট লুসিয়া।