মাত্রাতিরিক্ত আবেগকে “না” বলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শাহরীয়ার শাহীনঃ আজ “বাংলাদেশ-আফ্রিকা” ম‍্যাচ দিয়েই টাইগারদের ইংল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত মিশন শুরু। প্রিয় বাংলাদেশকে আমরা আবেগ-ভালোবাসা দিয়েই সাপোর্ট করি। কিন্তু সে আবেগ যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায়,যেন আমাদের ক্রিকেট প্রেম হয় আবেগ- বাস্তবতার সুষম সমন্বয়।

“খেলায় হার-জিত থাকবেই” এটা যেমন আমরা সহজেই বলে ফেলি, সত্যিকারভাবে যেন তা মেনেও নিতে পারি। শোচনীয়ভাবে হেরে গেলে কতিপয় ক্রিকেট বোদ্ধাদের বলতে শুনি যে, হার-জিত খেলায় থাকবেই, তোরা হার, সমস্যা নেই, তাই বলে এমনিভাবে হারবি! আপনাদের বলছি, হার-জিত যেমন খেলার অংশ, শোচনীয়ভাবে হার-জিতও খেলারই অংশ! আপনার বাংলাদেশ যখন পাঁচদিনের টেস্ট তিনদিনের কম সময়েই ক্রিকেটরাজ অস্ট্রেলিয়াকে প্রজার কাতারে নামিয়ে এনেছে, যখন ইংল্যান্ড মোড়লকে মহল্লার চৌকিদারের আসনে বসিয়েছে, নিউজিল্যান্ড- উইন্ডিজকে সাদার চেয়ে সাদা করে বাংলাওয়াশ করেছে, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকাকে উল্টেপাল্টে নাকানিচুবানি খাইয়েছে সে সময় কিন্তু শক্তি-সক্ষমতা ও খাতাপত্রের বিচারে এইসব দলগুলো যোজন যোজন এগিয়ে ছিলো আপনার দেশ থেকে। এটাই ক্রিকেট।

ইনশাআল্লাহ ইতিহাসসেরা টিম নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে আমার-আপনার দেশ এবার প্রথমত সেমিফাইনাল টার্গেটে খেলবে। তবে মুদ্রার উল্টোপিঠও যেন মাথায় থাকে আমাদের। আল্লাহ্‌ না করুণ, অনাকাঙ্ক্ষিত ফলাফল হয়ে গেলে কেউ যেন এমনটা না করি যে অতি আবেগে কেনা প্রিয় জার্সিটা খুলে ছুড়ে ফেলে না দেই। একটি কথা মুখের সাথে সাথে মনেও যেন রাখতে পারি যে, হার-জিত খেলারই অংশ। আর একটি ইতিহাস জানেন তো, ক্রিকেটের জন্মভূমি এবং বর্তমান আয়োজক দল ইংল্যান্ড কিন্তু এ সোনালি ট্রফিটা এখনো জিততে পারেনি, পারেনি কেননা খেলাটি গোল বলের এবং গৌরবময় অনিশ্চয়তার খেলা বলেই।

হৃদয়ে বাংলাদেশ আর দু’চোখে স্বপ্ন নিয়ে আসুন
সমন্বিত কন্ঠে বলি,

শুভকামনা বাংলাদেশ!
পাশে আছি সব সময়!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »