মহানুভবতা দেখাতে ব্যাটের রঙ্গিন হাতলের সহায়তা ব্লানডেলের

মমিনুল ইসলাম »

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অজিদের কাছে একেবারে অসহায় আত্মসমর্পণ করেছে নিউজিল্যান্ড। এখনো সিরিজের এক ম্যাচ বাকি তার আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা। নিউজিল্যান্ডের এমন আত্মসমর্পণে কেবল স্বস্তি ছিলো টম ব্লানডেলের অনবদ্য সেঞ্চুরি।

সতীর্থরা যখন সবাই আসা যাওয়ার মিছিলে তখন টম ব্লানডেল তুলে নিয়েছেন এক অনবদ্য শতক। যা কি না এই সিরিজের সর্বোচ্চ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও সবাই ছিলো আসা যাওয়ার মিছিলে সেখানে তিনি দিয়েছেন দৃঢ়তার পরিচয়। আর যেকারনে বেশ প্রশংসা কুড়িয়েছেন টম।

অনবদ্য সেঞ্চুরি করে যতটা না প্রশংসা কুড়িয়েছেন তার থেকে বেশি প্রশংসা কুড়িয়েছেন মহানুভবতা দেখিয়ে। নিজের ব্যাটের হাতলকে ব্যবহার করে এবার এক ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন বক্সিং ডে টেস্টে অনবদ্য ১২১ রানের ইনিংস খেলা টম ব্লানডেল।

হলি বিটি নামক ৬ বছর বয়সী এক শিশু ক্যান্সারে আক্রান্ত। ইতিমধ্যেই জটিল আকার ধারণ করেছে শিশুটির ক্যান্সার। চিকিৎসা করা যেমন জটিল তেমননি ব্যয়বহুলও। সময় মত চিকিৎসা করাতে না পারলে মৃত্যুরও সম্ভাবনা আছে শিশুটির। আর এই শিশুর পাশেই দাঁড়িয়েছেন ব্লানডেল তবে একটু ভিন্ন উপায়ে। তাকে সাহায্যে করেছেন তার ব্যাটের রঙ্গিন হাতল।

চিকিৎসার টাকা যোগাতে ব্যাটের হাতলের রংবেরঙের গ্রিপ বিক্রি করা হয়েছে । ঐ গ্রিপ নিজের ব্যাটে ব্যবহার করে খেলেছেন ২১০ বলে ১২১ রানের অনবদয় ইনিংস। জানা গেছে ইতিমধ্যেই সেটা কেনার জন্য তড়িঘড়ি লেগেছে। হয়তো বিধাতাও মুখ ফিরিয়ে নেননি টমের এমন প্রচেষ্টা থেকে। ইতিমধ্যেই সকল জটিলতা কাটিয়ে শুরু হয়েছে কেমোথেরাপি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »